Provident Fund: জুলাই মাসেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা! বড় খুশির খবর দিলে EPFO

Prosun Kanti Das

Published on:

A large amount of money will be credited to the Provident Fund account in July itself: দীর্ঘ অপেক্ষার অবসান। ২০২৪-এর দুর্দান্ত খবর বেসরকারি সংস্থার কর্মীদের জন্য। খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক ব্যালেন্সে জমা হতে চলেছে অধিক পরিমাণ টাকা। খবর অনুযায়ী আগামী মাসেই সেই অর্থ হাতে পাবেন বেসরকারি সংস্থার কর্মীরা। যে বিষয়ে খুব শীঘ্রই কেন্দ্রীয় অর্থমন্ত্রী তরফে প্রকাশিত হবে এক বিজ্ঞপ্তি। কিসের এই টাকা?

বেসরকারি সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে আগত এই টাকা হল প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা। যার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিল গ্রাহকরা। তবে চলতি অর্থবর্ষে ইপিএফও নীতি নির্ধারণকারি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অনুমোদন করেছে। মূলত ফেব্রুয়ারিতেই এই বোর্ড সুদের হার অনুমোদন করেছে। কিন্তু লোকসভা নির্বাচন সামনে চলে আসায় সেই বিষয়ে আলোচনা বন্ধ করে দেওয়া হয়। সাম্প্রতিক সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে বোর্ড তরফে পিএফ-এর সুদের হার ধার্য করতে বলা হয়েছে ৮.২৫ শতাংশ। তবে বিজ্ঞপ্তি মাধ্যমে এখনও নির্দিষ্ট কোনো নির্দেশিকা পাওয়া যায়নি।

তবে শুধু প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) সুদ প্রদান করাই নয়, এর পাশাপাশি ইপিএফ তরফে বলা হয়েছে ঠিকঠাক সুদ জমা পড়ছে কিনা তা দেখার জন্য গ্রাহকরা যেন তাদের পিএফ অ্যাকাউন্ট চেক করে। কিভাবে চেক করবে? এর জন্য ইপিএফও তরফে মিসড কল এবং এসএমএস পরিষেবা চালু করা হয়েছে। চলুন সেই নিয়ম জেনে নেওয়া যাক।

আরও পড়ুন 👉 EPFO Claim Rules: এবার সহজেই মিলবে EPFO-র টাকা, নিয়মে বড় বদল, বড় সুবিধা পাবেন নমিনিরা

যদি কেউ মিসড কলের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টের সাথে রেজিস্টার মোবাইল নম্বরে প্যান, আধার লিংক থাকতে হবে। লিংক থাকলে সেই বৈধ নম্বরে 011- 22901406 এই নম্বরটি ডায়াল করতে হবে। ডায়াল করার সাথে সাথেই অ্যাকাউন্টের সাথে রেজিস্টার হওয়া নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স। উল্লেখ্য বিষয় গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর যদি UAN নম্বারের সাথে সংযুক্ত থাকে তাহলে খুবই ভালো।

অন্যদিকে কেউ যদি এসএমএস মাধ্যমে ব্যালেন্স জানতে চান সেক্ষেত্রে রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে EPFOHO। সাথে লিখতে হবে ইউএএন নম্বরটি। তারপর এই মেসেজটি 7738299899 এই নম্বরে এসএমএস করে পাঠিয়ে দিলেই ফোনের স্কিনে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্সের তথ্য ফুটে উঠবে। এছাড়াও ইপিএফও ওয়েবসাইট অর্থাৎ www.epfindia.gov.in-এ লগইন করেও প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) ব্যালেন্স জানা যায়। তার জন্য ওয়েবসাইটে গিয়ে লগইন করে ‘আমাদের পরিষেবা’ নামক ট্যাব ওপেন করতে হবে। সেখানে ড্রপ ডাউন মেনুতে ‘কর্মী জন্য’ বলে অপশনে ক্লিক করলেই একটি নতুন উইন্ডো ওপেন হবে। তারপর সেখানে পাসবুক বলে নিচের দিকে অপশনে চোখ বুলালেই দেখতে পাবেন PF-এর ব্যালেন্স সংক্রান্ত তথ্য। তবে এজন্য অবশ্যই UAN নম্বর প্রয়োজন এবং নম্বরটি সক্রিয় থাকতে হবে।