CAA-এর আগেও একাধিকবার ভারতে বন্ধ হয়ে ইন্টারনেট, বলছে পরিসংখ্যান

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে তৈরি হয়েছে আন্দোলন৷ কোথাও কোথাও সেই আন্দোলন উগ্র রূপ নিয়েছে। সেই হিংসা যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধু এখনই নয়, আন্দোলনের শুরুতেই অসম সহ উত্তর পূর্বের একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

তবে শুধুই কি CAA-র বিক্ষোভের কারণেই বন্ধ ইন্টারনেট! না, এর আগেও একাধিক ইস্যুতে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আর ভারতে এই ইন্টারনেট বন্ধ রাখার রেকর্ড বিশ্বের সামনে নজিরবিহীন। ইন্টারনেট বন্ধ রাখার পরিসংখ্যান বলছে ভারত এই কাজে বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় শীর্ষ স্থানের অধিকারী। এমনটাই বলছে দ্যা স্টেট অফ ইন্টারনেট শাটডাউন – KFFPITON-এর রিপোর্ট। দেখে নিন সেই পরিসংখ্যান।

দ্যা স্টেট অফ ইন্টারনেট শাটডাউন – KFFPITON-এর রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালে গোটা বিশ্বে ১৯৬ বার ইন্টারনেট বন্ধ হয়েছিল। যার মধ্যে ভারতেই শুধু ১৩৪ বার৷

আবার ইন্টারনেট বিষয়ক সংস্থা Access Now-এর রিপোর্ট অনুযায়ীও, ২০১৮-তে ইন্টারনেট বন্ধ রাখায় বিশ্বে শীর্ষস্থানে ছিল ভারত। বিশ্বের ইন্টারনেট বন্ধ রাখার ঘটনায় ৬৭% ঘটেছিল ভারতে।

সফ্টওয়ার ফ্রিডম ও ল সেন্টার (SLFC)-এর রিপোর্ট অনুযায়ী, ২০১২-র জানুয়ারি থেকে ভারতের মোট ৩৭৩ বার ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল জম্মু ও কাশ্মীরে। এখানে ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত মোট ১৮০ বারের বেশি ইন্টারনেট বন্ধ রাখার সরকারি নির্দেশ জারি করা হয়েছে। এছাড়াও রয়েছে দার্জিলিং। গোর্খাল্যান্ড ইস্যুতে ২০১৭ টানা ১০০ দিন ইন্টারনেট বন্ধ থাকে এখানে।