একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ২০৫৮, আপনার জেলায় কত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভোট ও নববর্ষের মরশুমে এই লাগামছাড়া ভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রশাসন থেকে আমজনতার কপালে ভাঁজ ফেলছে। বিশেষ করে সাধারণ ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন। কারণ এমনিতেই তাদের গত বছর করোনা আর লকডাউনের কারণে ব্যবসা পুরো লাটে উঠেছে। আর ফের আবার একই পরিস্থিতি চিন্তার কারণ হয়ে ওঠাই স্বাভাবিক।

Advertisements

Advertisements

রাজ্য স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৫৮ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মাত্র ৭২২ জন। অন্যান্য দিনের তুলনায় প্রাণহানির সংখ্যা অনেকটাই বেড়েছে, প্রায় দ্বিগুণ। গত ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ৭ জনের।

Advertisements

আর এই পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৯৭ হাজার ৬৩৪। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষ ৭৪ হাজার ৫০৪। পাশাপাশি মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৫। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ১২ হাজার ৭৭৫ জন।

আপনার জেলায় আক্রান্তের সংখ্যা কত

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে আক্রান্ত হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ২০।

গত ২৪ ঘন্টায় কোচবিহার আক্রান্ত হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৩৮।

গত ২৪ ঘন্টায় দার্জিলিং আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১৭৫।

গত ২৪ ঘন্টায় কালিম্পিঙ-এ কেউ আক্রান্ত হননি। সুস্থ হয়ে উঠেছেন ১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১১।

গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৭৪।

গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর আক্রান্ত হয়েছেন ৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১৬৩।

গত ২৪ ঘন্টায় দক্ষিণ দিনাজপুর আক্রান্ত হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৫৫।

গত ২৪ ঘন্টায় মালদা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণহানি হয়েছে ১ জনের। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ২২৫।

গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ আক্রান্ত হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণহানি হয়েছে ১ জনের। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ২০৯।

গত ২৪ ঘন্টায় নদীয়া আক্রান্ত হয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ২৪৭।

গত ২৪ ঘন্টায় বীরভূম আক্রান্ত হয়েছেন ১২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৭৪৭।

গত ২৪ ঘন্টায় পুরুলিয়া আক্রান্ত হয়েছেন ২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১৩২।

গত ২৪ ঘন্টায় বাঁকুড়া আক্রান্ত হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৭৮।

গত ২৪ ঘন্টায় ঝাড়গ্রাম আক্রান্ত হয়েছেন ৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৯।

গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর আক্রান্ত হয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১৩২।

গত ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর আক্রান্ত হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১৬৬।

গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান আক্রান্ত হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১৬৯।

গত ২৪ ঘন্টায় পশ্চিম বর্ধমান আক্রান্ত হয়েছেন ৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৬৮৫।

গত ২৪ ঘন্টায় হাওড়া আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ১১০৩।

গত ২৪ ঘন্টায় হুগলি আক্রান্ত হয়েছেন ৯২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণহানি হয়েছে ১ জনের। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৫৫০।

গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮৪ জন। গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণহানি হয়েছে ১ জনের। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ২৬৭৫।

গত ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগণা আক্রান্ত হয়েছেন ১৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কারোর প্রাণহানির হয়নি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৭৭৪।

[aaroporuntag]
গত ২৪ ঘন্টায় কলকাতা আক্রান্ত হয়েছেন ৫৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণহানি হয়েছে ৩ জনের। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা হল ৪৩৩৮।

Advertisements