বছরের শেষ মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ মিস করতে চলেছে ভারত

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর অর্থাৎ ২০২০ সাল একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী বহন করছে। চলতি বছর একাধিক সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ থেকে শুরু করে ধূমকেতু, গ্রহাণু, বৃহস্পতি শনির নিকটতম অবস্থান, খালি চোখে মঙ্গল দর্শনের মতো স্মরণীয় ঘটনা প্রবাহ বয়ে গেছে। তবে বছরের শেষ মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ মিস করতে চলেছে ভারত।

Advertisements

বছরের শেষ সূর্যগ্রহণ রয়েছে ১৪ই ডিসেম্বর অর্থাৎ সোমবার। তবে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে ভারতীয় সময় সন্ধ্যা ৭:০৩ মিনিট থেকে এবং তা শেষ হচ্ছে রাত ১২:২৩ মিনিটে। যে কারণে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। তবে ভারতীয়রা সামনে থেকে এই সূর্যগ্রহণ দেখতে না পেলেও তা দেখতে পাবেন নাসার ওয়েবসাইটে। নাসার ওয়েবসাইটে সরাসরি সূর্যগ্রহণ দেখানো হবে।

Advertisements

সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদের সমান্তরাল অবস্থানের ফলে সূর্যগ্রহণ ঘটে থাকে। এই তিন নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ একই সরলরেখায় আসার ফলে সূর্যকে আড়াল করে দেয় চাঁদ। তবে এই গ্রহণকে ঘিরে নানান ধরনের কুসংস্কার রয়েছে। যদিও বর্তমান সময়ে সেই সকল কুসংস্কার মানুষের জীবন থেকে অনেকটাই সরে গেছে, তা সত্ত্বেও ভারতের বিভিন্ন প্রান্তে এর প্রভাব লক্ষ্য করা যায়।

Advertisements

নাসার তরফ থেকে জানানো হয়েছে, সোমবার এই সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দৃশ্যমান হবে। এদিনের এই গ্রহণ পূর্ণগ্রাস গ্রহণ। এই গ্রহণ ভালো লক্ষ্য করা যাবে চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে। গ্রহণ চলাকালীন হিরের আংটির মত আকার নেবে সূর্য।

Advertisements