পরিস্থিতি কি অবস্থায়, লতা মঙ্গেশকরকে নিয়ে কি জানাচ্ছেন চিকিৎসকেরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শনিবার সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ তৈরি হয় দেশজুড়ে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে থাকা অবস্থায়ই অগণিত ভক্তদের পাশাপাশি চিকিৎসকদের মধ্যেও রয়েছে যথেষ্ট উদ্বেগ। এমত অবস্থায় বুধবার তার শারীরিক পরিস্থিতি নিয়ে বুলেটিন প্রকাশ করা হলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।

Advertisements

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় করোনার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও জানা যাচ্ছে। কিন্তু কোনোরকম রিস্ক না নিয়ে তাকে রাখা হয়েছে আইসিইউতে। এমনটাই জানান তার ভাইজি রচনা।

Advertisements

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বুধবার ডাঃ প্রতীত সম্ধানি জানান, “আপাতত লতা মঙ্গেশকরকে আইসিইউ-তে রাখা হবে। আগামী ১০ থেকে ১২ দিন তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।” চিকিৎসকদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পষ্ট, এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

Advertisements

লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হলেও জানা গিয়েছে খুব একটা গুরুতর উপসর্গ নেই তার শরীরে। মৃদু উপসর্গ নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন। তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয় মূলত তার বয়সের দিকে তাকিয়ে। বর্তমানে তাঁর বয়স ৯২ বছর। যে কারণে তার চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভেবে চিন্তে নিতে হচ্ছে চিকিৎসকদের।

বর্তমানে নতুন বছরে দেশের করোনা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যে, করোনার দ্বিতীয় ঢেউয়ের মতই দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। তবে দ্বিতীয় ঢেউ চলাকালীন যেভাবে দেশজুড়ে মৃত্যু-মিছিল বয়েছিল সেই পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতি হাজার গুণ স্থিতিশীল। এবার খুব দ্রুত সংক্রমণ বাড়লেও মৃত্যু সংখ্যা নেই বললেই চলে।

Advertisements