Advertisements

Popular Chief Minister: জনপ্রিয়তা হারাচ্ছেন যোগী, বাড়ছে মমতার! দেখে নিন নতুন সমীক্ষার ফলাফল

Shyamali Das

Published on:

বাংলাএক্সপি ডেস্কঃ জনপ্রিয়তার নিরিখে দেশে থাকা রাজ্যগুলির কোন মুখ্যমন্ত্রী সবার উপরে রয়েছেন আর কোন মুখ্যমন্ত্রী তলানিতে তা নিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় সমীক্ষা চালিয়ে থাকে। ঠিক সেই রকমই একটি সমীক্ষার ফলাফল সামনে এসেছে আর সেই সমীক্ষার ফলাফলে জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের (Popular Chief Minister) নাম উঠে এসেছে। নতুন এই সমীক্ষার তালিকায় দেখা যাচ্ছে, জনপ্রিয়তা কমেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, অন্যদিকে জনপ্রিয়তা বেড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisements

চলতি বছর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে লক্ষ্য করা যাবে, বিজেপি জোট এনডিএ যে রাজ্যের দিকে সবচেয়ে বেশি তাকিয়ে ছিল অর্থাৎ উত্তরপ্রদেশের ফলাফল কিন্তু আগেই তুলনায় অনেক খারাপ হয়েছে। যোগীর বদলে উত্তরপ্রদেশের মানুষেরা এবার বহুলাংশেই ভরসা রেখেছেন অখিলেশ যাদব ও রাহুল গান্ধীর জোটের ওপর।

Advertisements

কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কতটা তা নিয়ে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষা থেকে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা কমলেও তিনি এখনো পর্যন্ত দেশের সেরা মুখ্যমন্ত্রী। কেননা গত ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া টুডে মুড অফ দ্যা নেশন যে সমীক্ষা চালিয়েছিল তার থেকে এবারের সমীক্ষায় ১২ শতাংশ জনপ্রিয়তা কমেছে যোগীর। ফেব্রুয়ারি মাসের সমীক্ষায় যোগীর যা সমর্থন ছিল কমে দাঁড়িয়েছে ৩৩ শতাংশ।

Advertisements

আরও পড়ুন : Gold Mine: বাংলার গা ঘেঁষে মিলল নতুন সোনার খনির সন্ধান, সোনা তুলতে তৎপর সরকার

অন্যদিকে এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল ১৩.৮% মানুষের সমর্থন পেয়েছেন সমীক্ষায়। তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পেয়েছেন ৯.১% মানুষের। চতুর্থ স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাকে সমর্থন করেছেন ৪.৭% মানুষ। পঞ্চম স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি ৪.৬% মানুষের সমর্থন পেয়েছেন।

ফেব্রুয়ারি মাসে যে সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষায় উত্তরপ্রদেশের ৫১ শতাংশ মানুষ যোগী আদিত্যনাথের কাজে সন্তুষ্ট ছিলেন। এখন তা কমে হয়েছে ৩৯ শতাংশ। অন্যদিকে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের ৩৩ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছিলেন এবং লোকসভা ভোটের পর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ শতাংশ। এক্ষেত্রে বলা যায়, নিজের রাজ্যের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়লেও জনপ্রিয়তা কমেছে যোগী আদিত্যনাথের, যদিও যোগী আদিত্যনাথ দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকায় এখনো এক নম্বর স্থান ধরে রাখতে সক্ষম।

Advertisements