নিজস্ব প্রতিবেদন : সময়ের অনেক আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে ভারতের মূল ভূখণ্ড কেরলে। শুধু কেরল নয়, এর পাশাপাশি ১৫ বছর পর একই দিনে বর্ষা ঢুকেছে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যেও। এই সকল রাজ্যে বর্ষার আগমনের পাশাপাশি বাংলায় উত্তরবঙ্গেও প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও দিন দিন দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে গরম আর্দ্র আবহাওয়া। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গবাসীদের মনে একটাই প্রশ্ন, কবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষার (Monsoon South Bengal) আগমন ঘটবে?
হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে আপাতত দক্ষিণবঙ্গে গরম বাড়বে। শুক্রবার থেকে গরম অনেক বেশি বাড়বে বলে জানানো হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে উষ্ণ ও আর্দ্র পরিস্থিতি তৈরি হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে উষ্ণ ও আর্দ্র অসহ্য আবহাওয়া থাকবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৩১ মে উত্তরবঙ্গের একাংশে বর্ষার আগমন হয়ে গেলেও সেই একই জায়গাতেই থেমে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ৩১ মে’র পর থেকে আর একটুও বর্ষার নড়চড় হয়নি। যে কারণে উত্তরবঙ্গে অনেক আগে বর্ষার আগমন হয়ে গেলেও দক্ষিণবঙ্গে তার আগমন হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। বর্ষার আগমনের ক্ষেত্রে এখনো এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন ? Monsoon Entered in WB: ১৫ বছর পর ঘটল এমন ঘটনা! বাংলায় বর্ষার এন্ট্রি নিয়ে আবহাওয়ার মেগা খবর
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যা অনুমান করা হচ্ছে তাতে ১৩ জুনও দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নাও হতে পারে। অনুমান ১৩ জুন করা হলেও তার থেকেও ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পিছিয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের শুভক্ষণ। কেননা আবহাওয়াবিদরা যা দেখতে পাচ্ছেন তাতে আগামী বুধবারের আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।
তবে এরই মধ্যে হাওয়া অফিস সূত্রে যা জানা গিয়েছে তাতে চলতি বছর বর্ষায় বৃষ্টির পরিমাণ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে স্বাভাবিক থাকতে পারে। আবার কোন কোন জায়গায় বর্ষায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশিও হতে পারে। কেননা লা নিনার প্রভাবে চলতি বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিপুল পরিমাণে বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এমনকি এর প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে বলেও জানা যাচ্ছে।