নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় মোকা। এই ঘূর্ণিঝড় সাগর ছেড়ে যতই ভূভাগের দিকে এগিয়ে আসতে শুরু করে ততই আশঙ্কা বাড়তে শুরু করেছিল। তবে মোকা পশ্চিমবঙ্গের উপর কোন রকম প্রভাব ফেলতে পারেনি। তবে সেই ঘূর্ণিঝড়ের (Cyclone) রেশ কাটতে না কাটতে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে।
নতুন করে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা তৈরি হবে আরব সাগরে। আরব সাগরে তৈরি হওয়া সিস্টেম চলতি সপ্তাহেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্ট এবং গ্লোবাল ফরকাস্ট সিস্টেমের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের ভয়াবাহতা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার নাম হবে তেজ (Cyclone Tej)। যদিও আরব সাগরের নতুন যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানায়নি IMD। এর ফলে এই ঘূর্ণিঝড় কোন কোন রাজ্যের দিকে ধেয়ে আসবে তার সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না।
অন্যদিকে আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার যে সম্ভাবনার বিষয়ে আশঙ্কা করা হচ্ছে তার প্রভাব পড়তে পারে মূলত কেরালা, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যের উপর। যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় এবং সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ে তাহলে এই তিনটি রাজ্যে তান্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর পাশাপাশি আরব সাগরে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছে সেই ঘূর্ণিঝড় বিধ্বংসী আকার নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনকি এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে যে তা হার মানাতে পারে মোকা, আমফান, ফনীর গতিকেও। যদিও এই ঘূর্ণিঝড়ের গতিবিধি সম্পর্কে জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে।