BSNL 4G: ২০২৪-এই গোটা ভারতে একসঙ্গে 4G লঞ্চ করতে চলেছে BSNL! জানা গেল কোন মাসে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যেখানে বেসরকারি টেলিকম সংস্থা হিসাবে জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকদের এখন বিনামূল্যে 5G পরিষেবা দিচ্ছে, সেই জায়গায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এখনো পর্যন্ত 4G পরিষেবায় লঞ্চ করতে পারেনি। স্বাভাবিকভাবেই দিন দিন পিছিয়ে পড়তে হচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটিকে, শুধু পিছিয়ে পড়া নয়, এর পাশাপাশি প্রতিনিয়ত এর খেসারত দিতে হচ্ছে। তবে গ্রাহকদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বিএসএনএল ২০২৪ সালেই গোটা দেশে একসঙ্গে 4G পরিষেবা লঞ্চ করবে বলে জানা গেল।

BSNL এখনো পর্যন্ত 4G পরিষেবা লঞ্চ করতে না পারার কারণে প্রতিদিনই হাজার হাজার গ্রাহক এই টেলিকম সংস্থার পরিষেবা ছেড়ে অন্যান্য টেলিকম সংস্থায় যোগ দিচ্ছেন। Trai-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, শেষ অর্থবর্ষে BSNL ১৮ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৮০ লক্ষ গ্রাহক হারিয়েছে। শুধু তাই নয়, গত মার্চেই ২.৩ মিলিয়ন অর্থাৎ ২৩ লক্ষ গ্রাহক হারিয়েছে BSNL। আর এই বিপুল সংখ্যক গ্রাহক হারিয়ে এখন বিএসএনএলের ঝুলিতে রয়েছে মাত্র ৮৮.০৬ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি ৮০ লক্ষ ৬০ হাজার গ্রাহক।

তবে এবার বিএসএনএল আত্মনির্ভর নীতি অনুসরণ করে ২০২৪ সালের আগস্ট মাসেই গোটা দেশজুড়ে 4G পরিষেবা লঞ্চ করে দেবে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফৎ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই টেলিকম সংস্থা গ্রাহকদের 4G পরিষেবা উপহার দেবে। এছাড়াও জানা যাচ্ছে, আগস্ট মাসে দেশজুড়ে এমন পরিষেবা চালু করার ক্ষেত্রে যে সকল জায়গায় নিজস্ব 4G নেটওয়ার্ক পৌঁছে দেওয়া সম্ভব হয়নি সেই সকল জায়গায় ভোডাফোন আইডিয়ার 4G নেটওয়ার্ককে ব্যবহার করা হতে পারে প্রাথমিকভাবে।

আরও পড়ুন ? BSNL-TATA: Jio, Airtel, Vi কে টেক্কা! এবার BSNL-TATA-র জোট লিখতে চলেছে নতুন অধ্যায়

4G পরিষেবা এবং এর সম্পর্কে বিএসএনএলের আধিকারিকদের তরফ থেকে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে 4G পরিষেবার ক্ষেত্রে বিএসএনএল ৭০০ মেগাহার্ৎজ ও ২১০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম ব্যান্ডে তাঁদের 4G নেটওয়ার্কে ৪০-৪৫ মেগাবাইট প্রতি সেকেন্ড সর্বোচ্চ গতি নথিভুক্ত হয়েছে। তাদের তরফ থেকে মূলত টাটা গ্রুপের টিসিএস ও সি-ডটের অধীনে থাকা কনসর্টিয়ামের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই পাঞ্জাবে পরীক্ষামূলকভাবে 4G পরিষেবা লঞ্চ হয়েছে।

বিএসএনএলের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবে এই মুহূর্তে ৮ লক্ষ 4G পরিষেবা ব্যবহারকারী বিএসএনএল গ্রাহক রয়েছেন। তারা যে নেটওয়ার্ক পাচ্ছেন তা খুবই ভালো পারফর্ম করছে। এই ধরনের জটিল প্রযুক্তিতে সফলতা আনতে বেশ কিছুটা সময় লাগে, তবে তাহলেও এখন যে পারফর্ম পাওয়া যাচ্ছে তা অত্যন্ত সন্তোষজনক। এসবের পরিপ্রেক্ষিতে আত্মনির্ভর প্রযুক্তি ব্যবহার করে আগস্ট মাসে গোটা দেশে BSNL 4G লঞ্চ করা হবে।