বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! কোন দিকে ধেয়ে আসবে জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর সময় নিম্নচাপের প্রভাব নিয়ে প্রথম থেকেই বঙ্গবাসীদের মধ্যে আশঙ্কা তৈরি করেছিল। তবে হাওয়া অফিসের তরফ থেকে প্রথম থেকেই জানানো হচ্ছিল, মহাষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সেই ভাবে কোথাও দুর্যোগের আশঙ্কা নেই। যদিও মহানবমী এবং বিজয়া দশমীর দিন বেশ কিছু জেলা বৃষ্টিতে (Rain) ভিজতে পারে। বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু জেলায়।

দুর্গা পুজোয় মূলত প্রথম দুদিন ভালোভাবে কাটলেও শেষ লগ্ন কেমন কাটবে তা নিয়ে বঙ্গবাসীদের মধ্যে যে আশঙ্কা রয়েছে তার পরিপ্রেক্ষিতে অফিসের তরফ থেকে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এরই পরিপ্রেক্ষিতে পুজোর শেষ লগ্নে প্রবল দুর্যোগের আশঙ্কা থেকে বাড়ছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুন্দরবন উপকূলের দিকে ধেয়ে আসবে। হাওয়া অফিসের এই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতেই পূজোর শেষ লগ্নে প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দশমী থেকে দুদিন যেন কোন মৎস্যজীবী সমুদ্রে না যান।

বঙ্গোপসাগরের নিম্নচাপের এইভাবে চিন্তা বাড়ানোর কারণ হলো, নিম্নচাপটি অন্ধ্র উড়িষ্যা উপকূলে এসে রিকার্ভ করবে। উপকূল বরাবর এই নিম্নচাপের উত্তর বঙ্গোপসাগরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন। এর ফলেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পর্যন্ত রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইবে। আকাশ পরিষ্কার থাকবে। তবে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল করতে শুরু করবে। সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘে ঢাকা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।