ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! দেখে নিন কোন কোন এলাকায় চালাবে তান্ডব লীলা

Shyamali Das

Published on:

Advertisements

Cyclone Mocha Update : মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হবে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেই আভাসকে সত্যি করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পুরোপুরি অনুকূল পরিবেশ পেয়েছে। বঙ্গোপসাগরে আগামী দিনে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হবে মোকা (Mocha)।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই ঘূর্ণাবর্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ৯ মে আছড়ে পড়তে পারে। প্রবল শক্তি সঞ্চয় করে প্রবল গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভবনা রয়েছে। পাশাপাশি প্রত্যেকের মধ্যেই প্রশ্ন এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে অর্থাৎ এর রুটম্যাপ কী তা নিয়ে।

Advertisements

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এবং তা রবিবার নিম্নচাপে পরিণত হবে। সোমবার নিম্নচাপ থেকে তা পরিণত হবে গভীর নিম্নচাপে এবং তারপর তার গতিপথ হবে উত্তর অভিমুখী। এরপর গভীর নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে এসে মঙ্গলবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

Advertisements

তবে এই ঘূর্ণাবর্ত যতক্ষণ না নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ততক্ষণ তার অভিমুখ কোন দিকে হবে তা স্পষ্ট নয়। যদিও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তা কোন দিকে এগিয়ে যেতে পারে তার হালকা আভাস মিলেছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এই হালকা আভাসের উপর ভিত্তি করে গতিপথ না বলাই শ্রেয় মনে করছেন হাওয়া অফিসের বিশেষজ্ঞরা।

রবিবার নিম্নচাপ ঘনীভূত হওয়ার পর গতিপথ স্পষ্ট হবে এবং তারপরে কোথায় এই ঘূর্ণিঝড় তাণ্ডবলীলা দেখাবে তা জানানো হবে। তবে আভাস যা পাওয়া যাচ্ছে তাতে এই ঘূর্ণিঝড়ের বড় প্রভাব পড়তে পারে ওড়িশা উপকূলে। ঘূর্ণিঝড়টির বড় ধরনের প্রভাব পড়তে পারে বালাসোর, ভদ্রক, কটক, পুরী, ময়ূরভঞ্জ, কেওনঝড়ে। এই আভাস পাওয়ার পরই ওড়িশা প্রশাসন ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলার জন্য।

Advertisements