৩১ ডিসেম্বরই কি শেষ দিন! গ্যাস কানকেশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট নিয়ে বড় ঘোষণা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট (LPG Biometric Update) করা নিয়ে এখন দেশজুড়ে শুরু হয়েছে নতুন তোড়জোড়। যাতে করে রান্নার গ্যাস বুকিংয়ে ভর্তুকি বন্ধ হয়ে না যায় তার জন্য এমন তোড়জোড় শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৩ এই কাজ করার জন্য শেষ সময় বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই কাজটি করা না হলে বন্ধ হয়ে যেতে পারে রান্নার গ্যাস কানেকশনে পাওয়া ভর্তুকি। এছাড়াও বহু ক্ষেত্রেই বলা হচ্ছে, গ্যাস কানেকশনের সংযোগ বাতিল করা হতে পারে। তবে এসব নিয়েই এবার একটি বড় আপডেট পাওয়া গেল।

প্রথম বিষয় হল, সঠিক গ্রাহকের কাছে যাতে ভর্তুকীর টাকা পৌঁছে যায় তার জন্য এমন বায়োমেট্রিক আপডেট করানোর কথা বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এছাড়াও আপাতত একবারই এই আপডেট করানোর কথা বলা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট করানোর কথা কিন্তু কোথাও বলা নেই। এছাড়াও যারা রান্নার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে ভর্তুকি পান না তাদের আপডেট করানোর আপাতত কোন প্রয়োজন নেই।

এছাড়াও বায়োমেট্রিক করানোর ক্ষেত্রে দুই ধরনের উপায়ের কথা জানানো হয়েছে। একটি হল এজেন্সির কাছে গিয়ে বায়োমেট্রিক আপডেট করাতে হবে। আর অন্যটি হলো যারা রান্নার গ্যাস ডেলিভারি দেন তাদের মাধ্যমে আপডেট করানো যাবে। তবে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে যেহেতু ডেলিভারি ম্যানদের কাছে এমন ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়নি তাই এজেন্সির কাছে গিয়েই করাতে হচ্ছে।

আরও পড়ুন ? দুটি অ্যাপ ইনস্টল করেই হয়ে যাবে গ্যাসের বায়োমেট্রিক আপডেট! দরকার নেই এজেন্সির কাছে ছোটাছুটির

অন্যদিকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি করাতে হবে এমন দাবির পরিপ্রেক্ষিতে গ্রাহকরা রীতিমত সকাল থেকে লাইন দিতে শুরু করেছেন। তবে এই মেয়াদ নিয়েই এবার বড় আপডেট এসেছে। সেই বড় আপডেট থেকে জানা যাচ্ছে, আপাতত নির্দিষ্ট কোন ডেড লাইন নেই। ইস্টার্ন ইন্ডিয়া এইচপি গ্যাস ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় আগরওয়াল এমনটাই জানিয়েছেন।

এছাড়াও বায়োমেট্রিক আপডেট করানোর না হলে রান্নার গ্যাসের ভর্তুকি অথবা কানেকশন বাতিল করা হবে সেই সংক্রান্ত কোনো নির্দেশ নেই বলেই জানা যাচ্ছে। সঞ্জয় আগরওয়াল এমনটাই জানিয়েছেন। তবে যার নামে কানেকশন রয়েছে তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার কোন নিকটস্থ আত্মীয়কে নিজের নামে ওই গ্যাস কানেকশন ট্রান্সফার করে বায়োমেট্রিক আপডেট করাতে হবে।