Durga Puja Weather Update: দুর্গা পুজোয় বৃষ্টি হবে? আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রী ঘুরে নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছর মূলত চার দিনের জন্য দুর্গাপুজো হলেও এই বছর কিন্তু তিন দিন। একেই পুজো ছোট হয়ে যাওয়া, এরপর আবার আপামোর বাঙালিরা দুশ্চিন্তায় ভুগছেন বৃষ্টি নিয়ে। কেননা দুর্গাপুজোর সময় কেমন থাকবে আবহাওয়া (Durga Puja Weather Update) তা নিয়ে যে সকল আপডেট পাওয়া যাচ্ছে তা খুব যে ভালো তা নয়। যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই পূর্বাভাস থেকে এখন ১৮০ ডিগ্রি ঘুরে নতুন পূর্বাভাস দেওয়া হল।

Advertisements

মূলত এর আগে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছিল তাতে এই বছর দুর্গাপুজোর সময় বৃষ্টিতে পুজোর আনন্দ মাটি হতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছিল। তবে এবার যে আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেট অনুযায়ী পুজোর আনন্দ বৃষ্টিতে মাটি হওয়ার আশঙ্কা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দুর্গাপুজোর আবহাওয়ার লেটেস্ট আপডেট।

Advertisements

পুজোয় ভারী বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির যে পূর্বাভাস আগে দেওয়া হয়েছিল সেই অবস্থান থেকে আবহাওয়া দপ্তর এখন সরে এসেছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে তাহলেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। পুজোর আনন্দ বৃষ্টির কারণে মাটি হবে না বলেই আশা করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর অথবা দক্ষিণ কোন বঙ্গেই সেই ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে।

Advertisements

আরও পড়ুন : Bengal Police Recruitment: পুজোর আগে প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি, ১২০০০ পুলিশ কর্মী নিয়োগ করবে রাজ্য

এরপর ১ ও ২ অক্টোবর অর্থাৎ মহালয়া এবং তার আগের দিন দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

তবে টানা বৃষ্টি হবে না বলেও জানানো হয়েছে। বৃষ্টি হতে পারে মূলত ছোট ছোট স্পেলে। তবে পুজোর মূল পর্ব অর্থাৎ ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এমন সম্ভাবনা থাকছে। তবে আবারো বলা হয়েছে, এসবের কারণ নিয়ে দুর্গাপুজোর আনন্দ একেবারেই মাটি হয়ে যাবে তা কিন্তু নয়।

Advertisements