নিজস্ব প্রতিবেদন : চলতি বছর জানুয়ারি মাসে যেভাবে টানা শীতের দেখা মিলেছে দক্ষিণবঙ্গে তা সচরাচর দেখা যায় না। তবে এই শীতের মাঝে একাধিকবার জাঁকিয়ে শীতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যদিও বৃষ্টি থামতেই ফের তরতরিয়ে নামতে দেখা গিয়েছে তাপমাত্রা। ঠিক সেইরকমই এবার হাওয়া অফিসের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হল আর সেই আপডেটে নতুন করে বৃষ্টির (Latest Weather Update South Bengal) কথা জানানো হচ্ছে।
হাওয়া অফিসের তরফ থেকে নতুন যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই সময়ের মধ্যেই দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সিকিমে যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার প্রভাব পড়তে চলেছে দার্জিলিংয়ে।
তবে শুধু উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে সম্প্রতি যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট থেকে জানা যাচ্ছে, আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত থাকবে, মনোরম পরিবেশ বজায় থাকবে, শীতের দাপট লক্ষ্য করা যাবে। কিন্তু এই শীতের দাপট খুব বেশিদিন টেকসই হবে না এবং জাঁকিয়ে শীতের দাপটও দেখা যাবে না।
জাঁকিয়ে শীত এবং মনোরম পরিবেশ বেশিদিন দীর্ঘস্থায়ী না হওয়ার কারণ হিসাবে হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টির সম্ভাবনা। কেননা জানুয়ারি মাসের ঠিক শেষের দিকে ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, হাওয়া অফিসের তরফ থেকে। যে কারণে দক্ষিণবঙ্গে আগামী দিন চারেক শীতের দাপট উপলব্ধি করা গেলেও ধীরে ধীরে তা উধাও হয়ে যাবে। বৃষ্টির সম্ভাবনার কারণে আকাশ মেঘে ঢাকা পড়বে আর সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে শুরু করবে।
অন্যদিকে আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। কুয়াশা দাপট থাকার পাশাপাশি দুই থেকে তিনটি জেলায় কোল্ড ডে পরিস্থিতি তৈরি হবে। বিহারে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হওয়ার প্রভাব উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টের পাওয়া যাবে। রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোল্ড ডে পরিস্থিতি লক্ষ্য করা যাবে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত হালকা কুয়াশা ও শীতের মেজাজ থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ায় আসবে আমূল বদল। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।