স্বস্তি দু’দিনেরই! এমন পরিস্থিতি আর বেশি দিন নয়! ফের তাপপ্রবাহের আশঙ্কা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরে যেভাবে রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয় তাতে আসায় পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে শনিবার থেকে পরিস্থিতির বদল ঘটে। এক ধাক্কায় তাপমাত্রার পারদ পাঁচ থেকে সাত ডিগ্রি নেমে যায়। যে সকল জেলার ঝড়-বৃষ্টির মুখোমুখি হয়েছে সেই সকল জেলায় তাপমাত্রার পতন আরও বেশি।

Advertisements

তবে এই স্বস্তি একেবারেই সাময়িক বলে দাবি করা হচ্ছে আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফ থেকে। বৃষ্টির পালা শেষ হলেই নতুন করে ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াবে বলে জানানো হয়েছে। আর এই অস্বস্তি নতুন করে কবে থেকে শুরু হতে পারে তা সম্পর্কে রবিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisements

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি নেমে দাঁড়িয়েছে। আবার বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় ৬ নম্বরে নাম তুলে নেওয়া বাঁকুড়ার তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রির কাছাকাছি। এমনকি এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২° কম রয়েছে বলেও জানানো হয়েছে। আগামী দিন তিনেক এমন স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, দিন তিনেক পর ফের পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ফের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। মূলত সোমবার থেকেই ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার এবং মঙ্গলবার রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার পারদ ফের বাড়তে শুরু করবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি পাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ফের একবার ৩৯ থেকে ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে যেতে পারে।

Advertisements