কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লিফলেট বিলি

Shyamali Das

Updated on:

হিমাদ্রি মণ্ডল : দিন কয়েক আগেই সাঁইথিয়ার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি লিফলেট বিলি করেছিলেন। আর পুরো ভোটের আগে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল সিউড়িতেও। সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট বিলি। তবে এবারও আগের মত কারা এই লিফলেট বিলি করেছেন তা জানতে পারা যায়নি।

বুধবার সকালবেলায় এই লিফলেটগুলি পরে থাকতে দেখা যায় ১৮ নম্বর ওয়ার্ডের হাটজানবাজার কলোনির বাসন্তী মন্দির এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর খীতেন দাস ঘটনাস্থলে পৌঁছান। তিনি পুরো বিষয়টি তদারকি করে প্রশাসনের দ্বারস্থ হন তদন্তের জন্য। পাশাপাশি দলের জেলাস্তরের নেতাদের ঘটনাটি জানান। কিন্তু কি লেখা হয়েছে ওই লিফলেটে?

লিফলেটে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সরকারি প্রকল্পের বাড়ি থেকে ২,৯২,২৫,০০০ টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও রাস্তা ঢালাই, জলের পাইপ, আলো ইত্যাদি প্রসঙ্গে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই লিফলেটে আরও প্রশ্ন তোলা হয়েছে ওই তৃণমূল কাউন্সিলরের নিজস্ব সম্পত্তি, পারিবারিক সম্পত্তির বিষয়ে।

যদিও তৃণমূল কাউন্সিলর খীতেন দাস জানান, “আমি এখানে যে পরিমাণে উন্নয়ন করেছি তাতে অন্যান্যদের হিংসা হচ্ছে। তাই কেউ বা কারা এমন ভুয়ো নামে লিফলেট বিলি করছে। তাদের সাহস নেই সামনে আসার।প্রশাসন ও দলকে বিষয়টি জানিয়েছি তারা তদন্ত করে দেখুক এই ঘটনার পিছনে কারা রয়েছে।” তবে এই ঘটনার পিছনে তাঁর দলের লোকও থাকতে পারেন এমনটাও সন্দেহ রয়েছে ওই তৃণমূল কাউন্সিলরের, কথায় তা স্পষ্ট।