Largest island: ছোট ছোট এক একটা দ্বীপই এক একটা দেশ! ৯০ শতাংশ মানুষ এগুলি জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Learn about the largest island states: পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা মানুষের কাছে আজও অজানা। এই অজানা পৃথিবীকে আবিষ্কার করার ইচ্ছা মানুষের সব সময়। এই বিশ্বে এমন অনেক দ্বীপ আছে যা আসলে গোটা একটি রাষ্ট্র। আপনারা অনেকেই হয়তো জানেন না যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কোনটি? এই পৃথিবীর সবথেকে বৃহত্তম দ্বীপ রাষ্ট্র (Largest island) হল গ্রিনল্যান্ড। এই জায়গাটি শীতকালে পুরোটাই তুষার দ্বারা আবৃত থাকে।

Advertisements

ভাববেন না শুধুমাত্র গ্রিনল্যান্ড হলো বিশ্বের অন্যতম দ্বীপ রাষ্ট্র। এই তালিকায় স্থান করে নিয়েছে বহু দেশ। দ্বিতীয় স্থানে নাম করে নিয়েছে পাপুয়া নিউগিনি। এটি দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র (Largest island)। অনেকেই হয়তো এই জায়গাটি ঘুরে দেখেছেন এর আগে আবার অনেকের কাছে এই দেশ সম্পূর্ণ নতুন ও অজানা। পৃথিবীর দ্বীপরাষ্ট্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, মাদাগাস্কার। জায়গাটির সৌন্দর্য সত্যিই অপূর্ব, এক কথায় এর বর্ণনা দেওয়া কঠিন। এই জায়গাতে যেমন রয়েছে মরুভূমি, নদী, পাথুরে পাহাড় তেমনি আছে সবুজ বন এবং মালভূমিতে ঘেরা সুন্দর জায়গা। গ্রিনল্যান্ড অর্থাৎ পৃথিবীর সবথেকে বৃহত্তম দ্বীপরাষ্ট্র (Largest island)। থেকে এই দ্বীপরাষ্ট্রের বৈশিষ্ট্য আবার সম্পূর্ণ আলাদা।

Advertisements

এই তালিকায় নাম রয়েছে জাপানের, যা উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত। শুনলে অবাক হবেন যে, গোটা জাপান জুড়ে প্রায় ছয় হাজারেরও বেশি দ্বীপ রয়েছে। অন্যদিকে, বৃহত্তম দ্বীপ রাষ্ট্রগুলোর (Largest island) তালিকায় অন্যতম নাম হলো ফিলিপাইন। দেশটি ইতিহাস এবং সংস্কৃতিতে যথেষ্ট সমৃদ্ধশালী। এই দ্বীপ রাষ্ট্র এ রয়েছে জলপ্রপাত, সমুদ্র সৈকত, পাহাড় এবং জীবন্ত আগ্নেয়গিরি। এই তালিকাতে নাম আছে সবার পরিচিত শ্রীলংকার। এই দ্বীপ রাষ্ট্রটি ভারতের খুবই কাছে। এছাড়া এই দ্বীপ রাষ্ট্রটিকে বলা হয় ইকো ট্যুরিজমের হটস্পট।

Advertisements

নিউজিল্যান্ড এর নাম জানেন না এমন মানুষ পৃথিবীতে নেই। আপনি যদি মনে করেন গ্রীষ্মকালে ছুটিটা কিভাবে কাটাবেন তাহলে আর একদম চিন্তা নয়। নিউজিল্যান্ড এমন একটি দ্বীপ রাষ্ট্র যা সহজেই পর্যটক আকর্ষণ করতে সক্ষম। এরপরই নাম আসে গ্রেট ব্রিটেনের। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্রগুলির মধ্যে (Largest island) গ্রেট ব্রিটেন অন্যতম। প্রতিবছর বহু পর্যটক এখানে ভিড় করে।

পৃথিবীর দশটি বৃহত্তম দ্বীপ রাষ্ট্রের মধ্যে স্থান করে নিয়েছে কিউবা। এটি হলো একটি ক্যারিবিয়ান দ্বীপ। জায়গাটি স্প্যানিশ উপনিবেশিক স্থাপত্যে পরিপূর্ণ, এছাড়াও রয়েছে পাহাড়ি ভূখণ্ড, সমুদ্র ইত্যাদি। তালিকা অনুসারে এরপরে নাম আসে আইসল্যান্ড দ্বীপ রাষ্ট্রের। এখানকার পরিবেশ সম্পূর্ণ অন্যরকম, এখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি এবং বড় হিমবাহ। এছাড়াও রয়েছে বহু জলপ্রপাত এবং হ্রদ। এখানকার সব থেকে আশ্চর্য ও আকর্ষণীয় জিনিস হলো নর্দান লাইট, এই অঞ্চলে মিডনাইট সানও দেখা যায়।

Advertisements