How to become CBI: চাইলে আপনিও হতে পারেন CBI অফিসার, মিলবে মোটা টাকা, জানুন পদ্ধতি

How to become a cbi officer: সম্প্রতি ভারতের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কাজ করছি সিবিআই এবং ইডি। বিভিন্ন রকম অপরাধকে খুঁজে বের করাই এদের প্রধান কাজ। সিবিআই এবং ইডি দুটি বিভিন্ন রকম কুকর্মের পর্দা ফাঁস করে আজ খবরের শিরোনামে। অনেকেই চান সিবিআই অফিসার হতে, তবে তার আগে জেনে নিতে হবে সিবিআই অফিসার হওয়ার (How to become CBI) কিছু পদ্ধতি বা নিয়ম। জানেন কি কিভাবে পাবেন এই চাকরি?

আপনারা অনেকেই হয়তো জানেন দুটি আলাদা সংস্থা সিবিআইয়ের চাকরির (How to become CBI) জন্য পরীক্ষাটি পরিচালনা করেন। এই ভিন্ন সংস্থা দুটি হলো UPSC এবং SSC। যদি আপনি সিবিআই এর গ্রুপ এ অফিসার হতে চান তাহলে আপনাকে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হতে হবে। আবার অনেকেই চান সিবিআই এর সাব-ইন্সপেক্টর হতে। তাদেরকে দিতে হবে SSC র CGL পরীক্ষা। সিবিআই সাব ইন্সপেক্টর টেস্টে টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষাগুলি ক্লিয়ার করলেই আপনার হাতের মুঠোয় CBI এর চাকরি।

আপনাদের অনেকেরই হয়তো মনের প্রশ্ন এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কিরকম প্রয়োজন? প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। জানেন কি সিবিআই অফিসার (How to become CBI) হওয়ার জন্য বয়স সীমা কত দরকার হয়? সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য বয়সসীমা থাকতে হবে ২০ থেকে ৩০ বছর। তবে ওবিসিদের জন্য তিন এবং SC/ST দের জন্য পাঁচ বছর বয়স সীমায় ছাড় আছে।

এক নজরে দেখে নিন সিবিআই অফিসারের বেতনের তালিকাটি।
১) ডিরেক্টর পদের বেতন : ৮০,০০০ টাকা।
২) বিশেষ ডিরেক্টর : ৭৫,৫০০ থেকে ৮০,০০০ টাকা।
৩) যুগ্ম ডিরেক্টর : ৩৭,৪০০ থেকে ৬৭,০০০ টাকা।
৪) অতিরিক্ত পরিচালক: ৬৭,০০০ থেকে ৭৯,০০০ টাকা।
৫) পুলিশের উপ-মহাপরিদর্শক : ৩৭,৪০০ থেকে ৬৭,০০০ টাকা।
এগুলি ছাড়া কনস্টেবলের বেতন শুরু হয় ৫,২০০ টাকা থেকে।

এক ঝলকে দেখে নিন এই কোর্স পরীক্ষার পদ্ধতিটি। এখানে প্রথমে আপনাকে টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা কম্পিউটারে দিতে হবে। এরপর টায়ার থ্রি হলো একটি বর্ণমূলক লিখিত পরীক্ষা। এই পরীক্ষার শেষ ধাপে আবেদনকারীর কম্পিউটারের দক্ষতা দেখা হবে এবং আবেদনকারীর সমস্ত গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হবে। এরপর আলোচনা করা হবে সিবিআইয়ের সাব ইন্সপেক্টর এর পরীক্ষা নিয়ে। স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল পরীক্ষার মাধ্যমে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করা যায়। সিজিএল পরীক্ষার চারটি ধাপ রয়েছে। চারটি ধাপই যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলেই আপনি সিবিআই এর সাব-ইন্সপেক্টর পদে যোগদান করতে পারবেন।