Confirm Train Tickets: ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড। দেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থার মধ্যে বৃহত্তম হলো ভারতীয় রেল। সমাজের যেকোন স্তরের মানুষ নিজেদের গন্তব্যস্থলে সহজেই পৌঁছে যেতে পারবে ভারতীয় রেলের মাধ্যমে। দূর হোক কিংবা কাছে স্বল্প খরচে এবং অল্প সময়ে যাত্রা করা খুবই সহজ। দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়া একান্ত দরকার। আর এই বিষয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে।
দূরপাল্লার ট্রেনে যখন যাতায়াত করতে হয় তখন যদি টিকিট কনফার্ম না থাকে তাহলে বিপদ। কনফার্ম টিকিট না থাকলে দূরপাল্লার যাত্রা অতিক্রম করা সম্ভব নয়। কনফার্ম টিকিট যাদের কাছে না থাকে তারা কখনোই ট্রেনে বসা, শোওয়ার জায়গা পায় না। ধরুন যদি কোন যাত্রীর কাছে আরএসি টিকিট আছে, সেক্ষেত্রেও সে ট্রেনে উঠতে পারবে। কিন্তু ওয়েটিং লিস্টে নাম থাকলে ট্রেনে ওঠাও যায় না। টিকিট কনফার্ম (Confirm Train Tickets) করার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন চলুন জেনে নিই এই প্রতিবেদনে।
দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যদি কনফার্ম টিকিট (Confirm Train Tickets) না থাকে তাহলে যাত্রীকে সমস্যায় পড়তে হয় এমনকি টিটিই-র হাতে ধরা পড়লে শাস্তি ও জরিমানাও হয়। জানেন কি ওয়েটিং লিস্টে থাকা টিকিটও কনফার্ম হয়ে যায়। নিশ্চয়ই ভাবছেন এটি কীভাবে সম্ভব? স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবই শিখিয়ে দিচ্ছেন সেই পদ্ধতি। কিভাবে সহজেই কনফার্ম করা যাবে ওয়েটিং লিস্টে থাকা টিকিট।
আরও পড়ুন:Vande Bharat Express: মাত্র ১৩ ঘণ্টাতেই পৌঁছানো যাবে কাশ্মীরে, থাকছে একাধিক সুবিধা
২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৫৭ হাজার ২০৯ জন যাত্রীকে বিকল্প ট্রেনে আসনের ব্যবস্থা করে দিয়েছে ভারতীয় রেল, এমনটাই রাজ্যসভায় জানিয়েছেন রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই অসম্ভব সম্ভব হয়েছে শুধুমাত্র বিকল্প স্কিমের অধীনে। এনসিপি সাংসদ ফৌজিয়া খানের প্রশ্নের জবাবেই রেলমন্ত্রী জানান, আইআরসিটিসি-র উদ্যোগ বিকল্প স্কিমে কোনও যাত্রী যদি একটি ট্রেনে কনফার্ম টিকিট (Confirm Train Tickets) না পান এবং বিকল্প স্কিমে অ্যাপ্লাই করেন, তাহলে সেই যাত্রীকে একই রুটের অন্য ট্রেনে যাত্রা করার ব্যবস্থা করে দেওয়া হবে।
তবে নিশ্চিতভাবে এই বিকল্প স্কিমে কনফার্ম টিকিটের গ্যারান্টি পাওয়া যাবে কিনা তা বলা যাচ্ছে না। তবে টিকিট কনফার্ম হওয়ার যে একটি সম্ভাবনা রয়েছে সেটি কেউ এড়িয়ে যাওয়া যায় না। ধরুন কোন দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে কারোর টিকিট কনফার্ম হচ্ছে না সে ক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারেন এই স্কিমে।