Learn the names of countries that can be visited on foot through Off Beat Knowledge: আমাদের চারপাশে এমনকি সারা বিশ্বে এমন অনেক অজানা বা রহস্যময় বিষয় আছে যা আমরা সব সময় জেনে উঠতে পারি না। কিন্তু আমাদের প্রত্যেকেরই জেনারেল নলেজ সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। যে কোনো চাকরির পরীক্ষা, সে সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, সেখানে জেনারেল নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এই কারণে প্রতিটি মানুষের অচেনা অজানা কোন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান (Off Beat Knowledge) সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন।
শুধু পুঁথিগত বিদ্যাকেই সম্পূর্ণ শিক্ষা বলা চলে না। তাই পুঁথিগত বিদ্যার বাইরেও যে বিষয় গুলি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন সেটি হল বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে নলেজ (Off Beat Knowledge)। আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে এমনই একটি তথ্য তুলে ধরব যায় সাধারণত আমাদের চেনা জানা গণ্ডির বাইরে বিরাজমান। আপনারা কি জানেন বিশ্বে এমন কোন দেশ আছে জিনিস পায়ে হেঁটে শুধুমাত্র একদিনের মধ্যেই ঘুরে নেওয়া যায়?
আজ সেই অজানা (Off Beat Knowledge) দেশটির সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। শুনতে অবাক লাগলেও এই কথা সত্যি যে লিশটেনস্টাইন নামক দেশটি পায়ে হেঁটে একদিনের মধ্যে ঘোরা যায়। এই দেশের পশ্চিম ও দক্ষিণে রয়েছে সুইৎজারল্যান্ড এবং পূর্ব ও উত্তরে রয়েছে অস্ট্রিয়া। এই সম্পূর্ণ স্থলভাগ দ্বারা বেষ্টিত এই ছোট্ট দেশটিতে গেলেই আপনি এক দিনের মধ্যে কোনো গাড়ি ঘোড়া ছাড়া পুরো টা ঘুরতে পারবেন।
আরও পড়ুন ? Most Powerful Indians: দেশের সবচেয়ে ক্ষমতাশালী ভারতীয় মোদি, দেখে নিন কত নম্বরে মমতা, কত নম্বরে রাহুল
এই দেশের রাজধানীর নাম ভাদুজ। জার্মান ভাষাভাষীর লোকরাই বাস করেন এখানে। প্রকৃতি এখানে তার অপরূপ সৌন্দর্য বিস্তার করে রেখেছে। এখানে গেলে আল্পস পর্বতের সৌন্দর্য চোখে দেখার সৌভাগ্য তো হবেই, সেই সঙ্গে চারপাশের সবুজের সমারোহ আপনার মন শান্তিতে ভরিয়ে তুলবে। জানা যায় এটি ছোট দেশ হলেও তা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। এই দেশের আছে নিজস্ব সংস্কৃতি, রাজধানী, ইতহাস, মুদ্রা ইত্যাদি।
ভৌগলিক বিচারে এই দেশটি বিশ্বের ষষ্ঠ সবথেকে ক্ষুদ্রতম দেশ। আর ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। লিশটেনস্টাইনের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তর বিস্তৃতি ১৫ মাইল এবং পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দূরত্ব আড়াই মাইল। দেশটির জনসংখ্যা প্রায় ৪০ হাজার। এই দেশের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। রাইন নদী এই দেশটিকে সুইৎজারল্যান্ডের থেকে আলাদা করেছে। আমাদের চেনা জানা গণ্ডির বাইরে মনে রাখুন এই দেশটি সম্পর্কে সাধারণ জ্ঞানের এই তথ্য গুলি।