Business strategy: ১০ হাজার টাকা ইনভেস্ট করলেই মাসে মাসে ৫০ হাজার! শুরু করুন এই ৫ ব্যবসা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Learn the right business strategy to earn Rs 50000 per month: সম্প্রতি মানুষের মধ্যে ব্যবসা করার প্রবণতা অনেকাংশ বেড়ে গেছে। এমন অনেক ব্যক্তি আছেন যারা চাকরির পাশাপাশি ছোট ব্যবসা করতে প্রচন্ড উৎসাহী। কিন্তু সমস্যা হল এক জায়গাতেই কোন ব্যবসা করলে লাভ করা যাবে বেশিরভাগ মানুষ সেটাই জানে না। নতুন কোন ব্যবসা শুরু করার আগে দুটো কথা অবশ্যই মাথায় রাখতে হবে(Business strategy)। একটি হলো ব্যবসায় কতটা লাভ হবে। আরেকটি হলো কত বিনিয়োগ করলে একটি ছোট ব্যবসা দাঁড় করানো যেতে পারে। বর্তমানে সবাই স্বল্প বিনিয়োগে বেশি আয় করার পক্ষপাতি।

Advertisements

এই প্রতিবেদনে প্রধান আলোচ্য বিষয় হলো এমন কিছু ব্যবসায়িক আইডিয়া নিয়ে আলোচনা করা যা থেকে কোনও ব্যক্তি মোটা অংকের টাকা লাভ হিসাবে তুলতে পারে। কিভাবে ১৫ থেকে ২০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসায় লাভের মুখ দেখা যাবে সেটাই সবথেকে বড় প্রশ্ন। এমনই কয়েকটি ব্যবসার কথা নিম্নে আলোচনা করা হলো (Business strategy)।

Advertisements

স্বল্প বিনিয়োগে বেশি আয় করতে চাইলে ফাস্টফুডের ব্যবসা (Business strategy) একটি লাভজনক ব্যবসা হতে পারে। কারণ বর্তমানে মানুষের মধ্যে ফাস্টফুড খাবার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। যেমন চাউমিন, বার্গার, ফিঙ্গার-চিপস এবং মোমো ইত্যাদি খাবারের ব্যবসা যদি কেউ করে তাহলে মোটা অংকের টাকা উপার্জন করতে পারবে। যদি আপনি ব্যবসা কে বাড়াতে চান তাহলে কোন একটি নাম দিয়ে তার চেইন আকারে বিস্তারিত করতে পারেন।

Advertisements

এছাড়া আরো একটি লাভজনক উপায় (Business strategy) হল যদি কেউ শাক-সবজি বা ফলের ব্যবসা করে তাহলে সেখান থেকেও মোটা অংকের টাকা উপার্জন করতে পারবে। আপনি চাইলে ৫ থেকে ১০ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন। এতে লাভের আশাও আছে এবং ভালো অংকের টাকা উপার্জন করা যাবে। ফলের পাশাপাশি ফুলের ব্যবসার থেকেও যথেষ্ট পরিমাণে লাভ করা যায়। আপনি যদি এই ব্যবসা করেন, তাহলে প্রতিদিন এক হাজার থেকে দু হাজার টাকা উপার্জন করতে পারবেন।

কোনো একসময় বাড়ির মা, ঠাকুমারা এই কাজ করতেন, যা বর্তমানে সহজেই ব্যবসায় পরিণত করা যায়। তারা বাড়িতেই আচার তৈরি করতেন, তবে এখন আর তা হয় না। সেই কারণে বাজারে এর চাহিদা বেশি। আপনি চাইলে স্থানীয়ভাবে এই ব্যবসা শুরু করতে পারেন যার জন্য খরচ হবে ১০ হাজার টাকা। বিভিন্ন স্থানীয় দোকান কিংবা অনলাইনে এই ব্যবসা ছড়িয়ে দিতে পারলে মাসে ভালো অংকের টাকা উপার্জন করতে পারবেন। লন্ড্রির ব্যবসা এ রাজ্যে না হলেও নয়ডা, দিল্লির মতো আধুনিক শহরগুলিতেও এটি বেশ জনপ্রিয়। যদি বড় কোন আবাসনের সামনে একটি লন্ড্রির দোকান খোলা যায় তাহলে মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যাবে।

Advertisements