Travel Location in Odisha: অনেক হলো সুন্দরবন! এবার ঘুরে আসুন নতুন পর্যটন কেন্দ্র, পুরো নিরিবিলি জায়গায়, রয়েছে নৌকা ভ্রমণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Leave Digha Puri Sundarbans and explore from this Travel Location of Odisha: ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। চারিদিকেই বসন্তের আভাস। এছাড়াও এই মাসে অনেকেই বিবাহিত জীবনে আবদ্ধ হন। ভ্রমণপ্রেমী মানুষদের জন্য এই মাসটি দারুন। তাই নব দম্পতি হোক বা পরিবার নিয়ে অনেকেই এই বসন্তের শুরুতে ভ্রমণে বেরোন। তাই তাদের জন্য আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে দারুন এক ভ্রমণের জায়গা। কোনো পাহাড় বা সমুদ্র নয়, এই জায়গা হল শান্ত-নিরিবিলি জঙ্গল। যেখানে কান পাতলেই শোনা যায় পাখিদের কিচিরমিচির আওয়াজ। এক মনোমুগ্ধকর পরিবেশ। যা অবস্থিত পশ্চিমবঙ্গের নিকটে উড়িষ্যা রাজ্যে (Travel Location in Odisha)। কি রয়েছে এই জঙ্গলে? জঙ্গলের নাম কি? কিভাবে যেতে হবে এই জঙ্গলে? রইলো বিস্তারিত বিবরণ।

Advertisements

ভ্রমনপ্রেমী মানুষদের ঘোরার জন্য নির্দিষ্ট কোনো মাস বা দিন হয় না। তারা সময় সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। কেউ পাহাড় ভালোবাসে, তো কেউ সমুদ্র। তবে অনেক তো পাহাড়-সমুদ্র হলো, নতুন বছরটা ঘুরে আসতে পারেন জঙ্গল থেকে। তবে জঙ্গল মানেই যে ডুয়ার্সের কথা বলছি তা কিন্তু নয়। এই জঙ্গল রয়েছে হাতের নাগালেই। বাংলার কাছেই অবস্থিত জলাশয়ের চারিদিকে ঘেরা এই জঙ্গল। ওড়িশার এই ভ্রমণের লোকেশন (Travel Location in Odisha) হল মংলাজরী ভেটনাই।

Advertisements

কিভাবে পৌছাবেন? মংলাজরী ভেটনাই জঙ্গলে পৌঁছাতে গেলে প্রথমে ট্রেন বা বাস উঠে হাওড়া স্টেশনে আসতে হবে। তারপর হাওড়া থেকে ট্রেন ধরে নামতে হবে বালুগাঁও স্টেশনে। বালুগাঁও স্টেশন থেকে অটো বা যে কোনো গাড়ি করে পৌঁছে যেতে পারেন মংলাজরীতে। থাকার ব্যবস্থা? উড়িষ্যার এই ভ্রমণ স্থানে থাকার সুব্যবস্থা রয়েছে। ভ্রমণকারীদের এইখানে থাকতে কোনো অসুবিধা হবে না। তবে এখানে এসে হোটেল পাওয়া মুশকিলের। তাই আগে থেকে বুক করে এই জঙ্গলে আসতে হবে। তবেই থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা মিলবে।

Advertisements

আরও পড়ুন ? Offbeat Tourist places: দিঘা, পুরি অনেক হল, এবার কলকাতা থেকে ৭০ টাকা খরচে ঘুরে আসুন মনের মত এই জায়গা

কি রয়েছে এই বনদপ্তরে? মংলাজরী ভেটনাই জঙ্গলের মাঝেই রয়েছে একটি জলাশয়। তার চারিদিকে ঘিরে রয়েছে গভীর জঙ্গল। তবে পায়ে হেঁটে এই জঙ্গল ঘোরা অসম্ভব। তাই এই গভীর জঙ্গল ঘুরে দেখার জন্য ছোট ছোট নৌকা করে জলাশয় পেরিয়ে গভীর জঙ্গল ঘুরে দেখতে হয়। ভ্রমস্থানটি এতটাই গভীর জঙ্গলে ঢাকা যে গাইড ছাড়া গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলাশয় পেরিয়ে যতই জঙ্গলের গভীরে ঢুকবেন ততই শান্ত পরিবেশে শোনা যাবে পাখিদের কিচিরমিচির শব্দ। যা চোখসহ কানকে আপ্লুত করবে। মংলাজরীর পাশেই রয়েছে ভেদনাই জঙ্গল। যেখানে পৌঁছতে সময় লাগে ২ ঘন্টা। এই স্থানে এলে পরিলক্ষিত হয় কৃষ্ণসার হরিণ। তবে তারা কোনো ক্ষতি করেনা। এই জঙ্গলটি অবস্থিত পূর্বঘাট পর্বতমালার পাদদেশে। এই আনকোরা জায়গা অনায়াসেই যেকোনো ব্যক্তির মন কেড়ে নিতে প্রস্তুত।

হোটেল বা থাকার জায়গা থেকে বেরিয়ে ছোট ছোট নৌকায় জলাশয় পেরিয়ে পর্যটকদের উড়িষ্যার এই জঙ্গল (Travel Location in Odisha) ঘুরে দেখানো হয়। এক একটি নৌকায় ৪ জন করে পর্যটক যেতে পারেন। এমনকি ওই জলাশয়ে মাছ শিকারও করতে পারেন পর্যটকরা। তবে নৌকা করে এই ভ্রমণের জন্য ২ ঘন্টায় চার্জ নেওয়া হয় ১২০০ টাকা করে। তাই আর দেরী কেন? মাইন্ড রিফ্রেশ করতে ঘুরে আসতে পারেন এই নতুন জায়গা থেকে।

Advertisements