ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’ গান নিয়ে বামেদের নতুন চমক

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে এবার বাংলার রাজনৈতিক দলগুলি নতুন নতুন গান নিয়ে মজে উঠেছে। আর এই মজে উঠায় বিশেষ উল্লেখযোগ্য বামেরা। তারা এবার ইতিমধ্যেই একাধিক গান সামনে এনেছে যেগুলির মধ্য দিয়ে বিজেপি এবং তৃণমূল দুই শিবিরকেই একের পর এক বিঁধে চলেছে। আর তাদের এই সকল গান কখনো বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা ‘টুম্পা সোনা’, কখনো আবার ‘লুঙ্গি ডান্স’ এসবের অনুকরণে তৈরি হতে দেখা গিয়েছে। আর এবার তারাই আরো এক চমক দিলেন ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’ গানের অনুকরণে প্যারোডি গান বেঁধে।

Advertisements

জনপ্রিয় এই গানের অনুকরণে বামেরা এবার তাদের গানের লাইন তুলে ধরেছে, “গোয়ালঘরে চোর ঢুকেছে, কোথায় সি বি আই?, ইধার কা মাল উধার হবে, এর বেশি কি চাই।” গানের কোন অংশে রয়েছে “কোথায় ছিলে, শান্ত ছেলে, যখন দিলো নারদ ঘুষ, হঠাৎ করে, দল বদলে, ফিরবে বলছো তোমার হুঁশ।” এমন একাধিক প্রসঙ্গ টেনে শাসকদল তৃণমূল এবং বিজেপিকে বিঁধেছে লাল শিবির।

Advertisements

বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলি নতুন নতুন গান সামনে এনে বিরোধীদের আক্রমণ শানাচ্ছে। তবে ভোটের আগে এই প্রতিযোগিতায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে লাল শিবির। কারণ তারা ইতিমধ্যেই চার-চারটি প্যারোডি গান সাধারণ মানুষদের সামনে নিয়ে এসেছে। সেই জায়গায় তৃণমূল এবং বিজিপির মাত্র দুটি গান ‘খেলা হবে’ ও ‘পিসি যাও’ সাধারণ মানুষের মন জয় করেছে।

Advertisements

[aaroporuntag]
বাম শিবির সূত্রে জানা গিয়েছে, নতুন এই ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’ গানের অনুকরণে তৈরি হওয়া গানটি SFI নেত্রী রিয়া দে এবং নীলাব্জ নিয়োগী। এই গানের লিরিক দিয়েছেন রাহুল পাল। আর এই গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। গানটি পোস্ট হওয়ার সাথে সাথেই তরতরিয়ে বাড়ছে ভিউয়ের সংখ্যা।

Advertisements