২১ বছরের নীচে সিগারেট নয়, না মানলে মোটা অঙ্কের জরিমানা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সিগারেটে সুখটান দেওয়ার ক্ষেত্রে নতুন আইন আসতে চলেছে। নতুন আইন অনুযায়ী ২১ বছর বয়স না হলে দেওয়া যাবে না সুখটান। ২১ বছর বয়সের কম যুবকদের সিগারেট বিক্রিও করতে পারবেন না বিক্রেতারা। পাশাপাশি খুচরোর বদলে প্যাকেট, এমন আইনও তৈরি হচ্ছে। এমনকি এই সকল নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা, পাশাপাশি জেলও হতে পারে।

Advertisements

Advertisements

সিগারেট এবং তামাকজাত দ্রব্য কেনার নূন্যতম বয়সসীমা বাড়ানোর লক্ষ্যেই আইন আনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য (বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, ব্যবসা ও বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিক্রি নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২০ বিলের খসড়া তৈরি হয়ে গিয়েছে। এই বিলেই বলা হয়েছে ২১ বছরের কম বয়সীদের আর সিগারেট বিক্রি করা যাবে না।

Advertisements

পাশাপাশি এই বিলে বলা হয়েছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি করা হলে তা অপরাধ হিসাবে বিবেচিত হবে। আর এই বিলে যে সকল নিয়মের কথা বলা হয়েছে তা অমান্য করলে জেল ও জরিমানা দুইই হতে পারে।

জরিমানা প্রসঙ্গে বলা হয়েছে, এই সকল আইন অমান্য করা হলে এবং আইন অমান্য করার পর তা প্রমাণিত হলে ২ বছরের জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে ৫ লক্ষ টাকা জরিমানা অথবা ৫ বছরের জেল হেফাজত হতে পারে।

পাশাপাশি নতুন বিলের ৭ নম্বর ধারার পরিবর্তন করা হয়েছে। যেখানে বলা হয়েছে এই আইন সংশোধন হয়ে যাওয়ার পর আর খুচরো সিগারেট বিক্রি করা যাবে না। গোটা প্যাকেট বিক্রি করতে হবে বিক্রেতাদের। ‘নো স্মোকিং’ জোনে সিগারেট অথবা অন্যান্য তামাক জাতীয় দ্রব্য সেবন করলে ২০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।

Advertisements