Central Govt Scheme list: জীবন থেকে জীবিকা, কেন্দ্র সরকারের এই ৩৬টি প্রকল্প দিশা দেখাচ্ছে দেশকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Let’s take a look at the Scheme list of Central Govt: দিল্লির কেন্দ্রীয় সরকার জনগণের সুবিধার্থে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রকম প্রকল্প পরিচালনা (Central Govt Scheme list) করে থাকে। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই বিভিন্ন রকম স্কিমগুলোর জন্য ভারতবর্ষের বিভিন্ন মানুষ নানাভাবে সুবিধা উপভোগ করতে পারে। আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে যে কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পে কি কি সুবিধা পাবে সাধারণ মানুষ।

Advertisements

ভারতবর্ষ স্বাধীন হয়েছে বহু বছর আগে, ব্রিটিশ শাসনের পর একের পর এক শাসক দল এসে ভারতকে শাসন করেছে। বিভিন্ন সরকারের আমলে জনগণের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন রকম প্রকল্পের উদ্বোধন হয়েছে (Central Govt Scheme list) । এক নজরে দেখে নেব সেইসব প্রকল্পগুলো যা থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বছরের পর বছর।

Advertisements

বহু বছর আগে থেকেই অর্থাৎ স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রকল্প (Central Govt Scheme list) চালু করা হয়েছে। ১৯৫২ সালে কেন্দ্রীয় সরকার প্রথম গ্রামীণ শ্রমসম্পদের সদ্ব্যবহার সম্পর্কিত সমষ্টি উন্নয়ন কর্মসূচি নাম প্রকল্প চালু করে। এরপর ১৯৫২ তে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিবার পরিকল্পনা নীতি শুরু করা হয়। পরবর্তীকালে ১৯৬০ খ্রিস্টাব্দে কৃষকদের চাষাবাদের যোগ্য দ্রব্য সামগ্রী প্রদানের জন্য নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে কেন্দ্র। ১৯৭২ সালে গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের সূচনা করা হয় ভারতবর্ষের বিভিন্ন গ্রামে জল সরবরাহের উদ্দেশ্যে। ১৯৮০ সালে লাভজনক কর্মসংস্থান সৃষ্টির জন্য জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প আরম্ভ করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। ১৯৮৫ তে সুসংহত শস্য বিমা প্রকল্প চালু করা হয় কৃষি শস্যের বিমাকরণ এর জন্য। ১৯৮৫ সালের গৃহহীনদের পাঁকা ঘর প্রদানের জন্য ইন্দিরা গান্ধী সরকার এই প্রকল্প চালু করেছিল।

Advertisements

১৯৮৭ তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ব্ল্যাকবোর্ড অপারেশন শুরু করে সরকার। ১৯৮৮ সালে সাক্ষরতার হার বৃদ্ধি করার জন্য জাতীয় সাক্ষরতা উন্নয়ন প্রকল্প চালু করে তৎকালীন কংগ্রেস সরকার (Central Govt Scheme list)। ১৯৮৯ তে জাতীয় বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে জওহর রোজগার যোজনা চালু করে তৎকালীন সরকার। এরপর ১৯৮৯ সালেই শহরের বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে নেহেরু রোজগার যোজনা শুরু করে সমসাময়িক কেন্দ্র সরকার। পরবর্তী সময়ে ১৯৯১ তে সমাজ সচেতনতা মূলক কাজে উৎসাহ ও স্বীকৃতি প্রদান স্বরূপ স্ত্রী শক্তি পুরস্কার প্রদান নামক প্রকল্প আরম্ভ করা হয়। ১৯৯৫ তে স্কুল পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজনের জন্য মিড ডে মিল প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। ২০০০ সালে বিপিএল তালিকাভুক্তদের খাদ্য সুরক্ষা প্রদানের লক্ষ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা চালু করে কেন্দ্র সরকার। ২০০০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য সর্বশিক্ষা অভিযান শুরু করে কেন্দ্র। ২০০২ সালে মহিলাদের সামাজিক স্তরে ক্ষমতা প্রদানের লক্ষ্যে স্ব আধার প্রকল্প চালু করা হয়। ২০০৪ সালে গর্ভকালীন অবস্থায় পরিষেবা প্রদানের জন্য বন্দে মাতরম যোজনা আরম্ভ করা হয়। ২০০৫ সালে গর্ভবতী মহিলাদের যত্নের জন্য জননী সুরক্ষা যোজনা শুরু হয়েছিল। ২০১০ সালে স্বাবলম্বন প্রকল্প চালু করা হয় পেনশনভোগীদের জন্য।

এরপর ২০১২ সালে বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য ও পুষ্টিজনিত সমস্যা সমাধানের জন্য সবলা প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। ২০১৩ তে মহিলাদের সুরক্ষা প্রদানের জন্য নির্ভয়া ফান্ড নামক স্কীম চালু করে কেন্দ্র। এর পরের বছর ২০১৪ তে বিজেপি সরকার সাধারণ মানুষকে ব্যাঙ্কিং ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রী মানধন যোজনা চালু করে কেন্দ্র সরকার। এই বছরই দেশকে পরিচ্ছন্ন করার জন্য স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৫ সালে বহু প্রকল্প চালু হয়েছিল। কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা নামক সঞ্চয় প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। শিশু কন্যাদের শিক্ষাদানে উৎসাহিত করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করে সরকার। বিভিন্ন ক্রিটিক্যাল রোগের টিকা প্রদানের লক্ষ্যে মিশন ইন্দ্রধনুষ শুরু করে সরকার। শহরের পাকা বাড়ি হীন মানুষদের পাকা গৃহ প্রদানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করে কেন্দ্র। ওই বছর গ্রামের পাকা বাড়ি হীন মানুষদের পাকা গৃহ প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা চালু করে কেন্দ্র সরকার। তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতির জন্য ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প চালু করে কেন্দ্র। ২০১৫ তে সামাজিক ক্ষেত্রে সুরক্ষা প্রদানের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালু করা হয়। ২০১৫ তে গৃহহীন মহিলাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে স্বধর গৃহ প্রকল্প শুরু করে সরকার। দেশের বেকার যুবক যুবতীদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে সহায়তা করার জন্য National Career Service স্কিম চালু করে কেন্দ্র সরকার। ২০১৬ তে গ্রামের মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার সংযোগ প্রদানের জন্য উজ্জ্বলা যোজনা আরম্ভ করে কেন্দ্র। ২০১৮ সালে দেশবাসীর স্বাস্থ্য বিমার উদ্দেশ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। দেশের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৮ তে NARI পোর্টাল শুরু করে কেন্দ্র সরকার

Advertisements