একবার টাকা দিলেই বারবার লাভ, LIC-র অবাক করা এই পলিসি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দৈনন্দিন জীবনে মানুষ অর্থের পিছনে দৌঁড়ান না এমন ব্যক্তি খুব কম সংখ্যকই রয়েছেন এই জগতে। দৈনন্দিন জীবনে অর্থের পিছনে দৌঁড়ানোর পাশাপাশি অল্প সঞ্চয়ে বেশি লাভ করার দিকেও অনেকে মুখিয়ে থাকেন। ঠিক সেই রকমই একটি পলিসি এনেছে এলআইসি।

ভারতে বিনিয়োগের সবচেয়ে বিশ্বস্ত এই প্রতিষ্ঠান life insurance corporation of india বিভিন্ন বীমা-নীতির মাধ্যমে দেশের গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। সেই রকমই তাদের তরফ থেকে এমন একটি পলিসি আনা হয়েছে যাতে গ্রাহকদের নিয়মিত প্রিমিয়াম দেওয়ার দরকার নেই। নতুন এই পলিসিতে একবারই প্রিমিয়াম দিতে হবে এবং ম্যাচিউরিটির সময় লাভ সমেত তা তুলে নেওয়া যাবে।

এলআইসির তরফ থেকে এই যে প্ল্যান আনা হয়েছে তার নাম হলো এলআইসি বীমা বচত প্ল্যান। এতে বীমা সুরক্ষার পাশাপাশি হবে সঞ্চয়। তবে এই পলিসিতে যারা বিনিয়োগ করবেন তাদের প্রথমেই বিনিয়োগের সমস্ত টাকা দিয়ে দিতে হবে। এই পলিসিতে বিনিয়োগ করার পর যদি পলিসি চলাকালীন বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে নমিনিতে নাম থাকা ব্যক্তি সমস্ত সুবিধা পাবেন।

এই পলিসিতে বিনিয়োগ করার পর ম্যাচিউরিটির সময় যে টাকা পাওয়া যাবে তার সুদ হবে অন্ততপক্ষে ১৫%। ‘সার্ভাইভাল বেনিফিট’ হিসাবে এই সুদের অংক দেওয়া হবে। তিন বছর অন্তর অন্তর এই সুদের টাকা পেতে পারেন বিনিয়োগকারী ব্যক্তি। এই পলিসি করা হয়ে থাকে ৯ বছর, ১২ বছর এবং ১৫ বছরের জন্য।

৯ বছরের জন্য যদি কোন ব্যক্তি এই পলিসিতে বিনিয়োগ করতে চান তাহলে তাকে ন্যূনতম বিনিয়োগ করতে হবে ৩৫ হাজার টাকা। ১২ বছরের জন্য বিনিয়োগের পরিমাণ ন্যূনতম ৫০০০০ টাকা এবং ১৫ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৭০ হাজার টাকা। এই পলিসি করার ক্ষেত্রে বিনিয়োগকারী ব্যক্তির সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর। অর্থাৎ ৫০ বছরের মধ্যে থাকা বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে পারবেন।