LIC: আরও সহজে করা যাবে LIC-র পলিসি! বড় পদক্ষেপ নিল সংস্থা

Prosun Kanti Das

Published on:

Advertisements

LIC expanded its scope a bit more than previously: ভারতের সবথেকে বড় জীবন বীমা লগ্নী কারী সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। বহু মানুষ এই বীমা সংস্থাটিতে লগ্নি করে চলেছেন প্রতিনিয়ত। জীবন বীমা ছাড়াও এলআইসির মাধ্যমে আপনি বিনিয়োগও করতে পারেন। নিশ্চিত রিটার্ন পাবার সুযোগ সহকারে ভালো সুদ পেতে পারেন এলআইসি (LIC) বিভিন্ন প্রকল্প থেকে। সম্প্রতি এলআইসি নিজের পরিধি আরো কিছুটা বৃদ্ধি করল। এখন থেকে বেসরকারি ব্যাংকের মাধ্যমেও লগ্নি করা যাবে এলআইসির জীবন বীমা প্রকল্পে। এলআইসির এই পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে ব্যাংকের অ্যাসিওরেন্স আরো পাকাপোক্ত করার চেষ্টাকেই মনে করছে বিশেষজ্ঞরা। ১৬ই জুলাই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সাথে বীমায় লগ্নী সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে এলআইসি।

Advertisements

ভারতবর্ষের অধিকাংশ লোক জীবন বীমায় বিনিয়োগ করে থাকেন। বিশেষ করে এলআইসির বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন এমন লোকের সংখ্যা প্রচুর। ভারতের প্রায় প্রতিটা বাড়িতে অন্তত একজন ব্যক্তি রয়েছেন যিনি এলআইসির কোনো না কোনো প্রকল্পে বিনিয়োগ করেছেন। ২০৪৭ সালের মধ্যে এই সংখ্যা ১০০ শতাংশে পৌঁছে দিতে চায় এলআইসি। প্রত্যেকটি ব্যক্তির নামে জীবন বীমা প্রকল্প তৈরি করে দেওয়ার বড় পরিকল্পনা গ্রহণ করেছে লাইভ ইন্সুরেন্স কর্পোরেশন। আর সেই উদ্দেশ্যেই বেসরকারি ব্যাংকের সাথে চুক্তিপত্রে আবদ্ধ হলো এলআইসি। আইডিএফসি ব্যাংকে প্রায় এক কোটিরও বেশি গ্রাহক রয়েছে। ওই বেসরকারি ব্যাংকের গ্রাহকরা যাতে ব্যাংকের মাধ্যমে এলআইসির (LIC) বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন সেই মর্মে এলআইসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে আইডিএফসি ব্যাংক।

Advertisements

দেশের প্রত্যেকটি লোককে জীবন বীমার আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগী লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। এলআইসির নতুন উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে এলআইসির বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা আরো অনেক সোজা হয়ে যাবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আইডিএফসি ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করা হয়ে গেছে এবং তারপর পরবর্তী পদক্ষেপ হিসেবে ডিজিটাল অনবর্ডিং প্রক্রিয়াও শুরু করে দিয়েছে এলআইসি। গ্রাহকদের সুবিধার্থে এই প্রক্রিয়া শুরু করেছে এলআইসি। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই আইডিএফসি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে এলআইসির (LIC) যে কোন প্রকল্পের বিনিয়োগ করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? LIC Policy: দিনে জমাতে হবে ৩০ টাকা, LIC-র এই স্কিমে অনায়াসেই হওয়া যাবে লাখপতি

নতুন পদক্ষেপের মধ্যে দিয়ে চলতি বছরে এলআইসির গ্রাহক সংখ্যা যে বাড়তে চলেছে তা আন্দাজ করাই যায়। কিন্তু শুধু গ্রাহক সংখ্যা নয়, বিশেষজ্ঞদের মতে চলতি বছরে এলআইসির স্টক গুলির দামও বাড়তে চলেছে। বর্তমানে এলআইসি ট্রেডিং প্রাইস রয়েছে ১,১০৫.৫৫ টাকা। এই মুহূর্তে এই স্টকটি দাঁড়িয়ে রয়েছে গ্রীন জোনে। সটকের দাম ৪.২৭ শতাংশ বৃদ্ধির দিকে রয়েছে। আইডিএফসি ব্যাংকের সাথে চুক্তি করা নিয়ে এলআইসি কর্তৃপক্ষ জানিয়েছে সারা ভারত জুড়ে ৩৬০০টি শাখা ও স্যাটেলাইটের মাধ্যমে এলআইসির বিভিন্ন প্রকল্পের কাজ চলে। কিন্তু এখন থেকে এর সাথে যুক্ত হল আইডিএফসি ব্যাংকের আরও ১০০০ টি শাখা। এখন সাধারণ নাগরিকদের জন্য এলআইসির (LIC) পলিসি করা আরো অনেক সহজ হয়ে যাবে। আইডিএফসি ব্যাঙ্ক ও এলআইসির নিজস্ব শাখা মিলে মোট ৪৬০০ টি শাখা থেকে এলআইসির বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন যেকোনো গ্রাহক।

এলআইসি যেভাবে পরিকল্পনা গ্রহণ করে এগোতে চাইছে, তা বাস্তবায়িত করা সম্ভব হলে ২০৪৭ সালের মধ্যে ভারতের প্রত্যেকটি নাগরিককে জীবন বীমার আওতায় নিয়ে আসার পরিকল্পনাতেও সফল হবে এলআইসি। এলআইসির (LIC) বিভিন্ন পলিসি ভারতবর্ষে বেশ জনপ্রিয়। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় তিনটি পলিসি হল সেভিংস, টার্ম ইন্সুরেন্স এবং অ্যানুইটি ইউলিপ। ২০২৪ এ যে বাজেট প্রকাশিত হতে চলেছে তাতেও হয়তো বিমা সংক্রান্ত বড় কোনো ঘোষণা করা হতে পারে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে আংশিক বাজেট পেশ করা হয়েছিল। জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেট অধিবেশনেই সংশোধিত বীমা বিল আসতে চলেছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এই আইন পাস করা সম্ভব হলে বীমা সংস্থাগুলি আরো নতুন নতুন প্রকল্প নিয়ে আসতে পারবে। বিশেষ করে এলআইসি পলিসিগুলি আরো বেশি জনপ্রিয় এবং মজবুত হয়ে উঠবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

Advertisements