নিজস্ব প্রতিবেদন : করোনা ত্রাসে নাজেহাল গোটা দেশ, সবাই খুঁজছে বাঁচার রাস্তা। জারি হয়েছে লকডাউন। আবার এই লকডাউনের মেয়াদ বেড়েছে আরও দুই সপ্তাহ। তবে এই কঠিন পরিস্থিতিতে দেশের সব থেকে বড় জীবন বীমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) তাদের গ্রাহকদের জন্য সুখবর দিলো। শনিবার সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়াম দেওয়ার জন্য গ্রাহকরা সময় পাবেন বাড়তি ৩০ দিন।
করোনা সংক্রমণের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে লকডাউন জারি করেছেন তখন আমজনতারা সকলেই গৃহবন্দী। আর এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায় হল, লকডাউন মেনে চলা। এমত অবস্থায় বাড়ি থেকে বের হওয়া বিপদজনক। পাশাপাশি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাজ না থাকায় আর্থিক অনটন শুরু হয়েছে। যে কারণে অজস্র গ্রাহক জমা দিতে পারেননি তাদের এলআইসির প্রিমিয়াম। এমনকি দেখা গিয়েছে বহু গ্রাহকের ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম বাকি রয়েছে। আর এই সকল গ্রাহকদের প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ ধার্য হয়েছে ১৫ই এপ্রিল।
অর্থাৎ, এলআইসির নিয়ম অনুযায়ী যেদিন গ্রাহকদের প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ থাকে তার থেকেও একমাস পাওয়া যায় গ্রেস পিরিয়ড হিসাবে। আর এই গ্রেস পিরিয়ডের মধ্যে প্রিমিয়াম জমা দিলে লাগে না কোনরকম জরিমানা।সুতরাং ফেব্রুয়ারি মাসে যে সকল গ্রাহকদের প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ ছিল তারা মার্চ মাস পর্যন্ত পেয়েছেন গ্রেস পিরিয়ড। আর এই সকল গ্রাহকদের আরও বাড়তি সময় দিয়ে গ্রেস পিরিয়ড বাড়ানো হলো এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রাহকরা তাদের প্রিমিয়াম জমা দিলে কোনরকম জরিমানা দিতে হবে না।
LIC steps up response to combat the impact of COVID-19.#StayHomeStaySafeSaveLives#StayIndoorsStayInsured#IndiaFightsCorona pic.twitter.com/LggAglcIsn
— LIC India Forever (@LICIndiaForever) April 11, 2020
এলআইসি তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রিমিয়াম জমা দেওয়ার জন্য ডিজিটাল মাধ্যম বেছে নেওয়ার কথা। এলআইসি পলিসি প্রেমিয়াম দেওয়া যাবে LIC Pay Direct, নেট ব্যাঙ্কিং, ডবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফোন পে, গুগল পে, ভীম অ্যাপের মাধ্যমে। এছাড়াও আইডিবিআই, অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমেও প্রিমিয়াম দেওয়া যাবে।