LIC Mutual Fund: LIC আরও সহজে বেশি লাভের পথ দেখাতে আনছে মিউচুয়াল ফান্ড, বিনিয়োগ হবে অনেক কমে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট হোক অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট অথবা অন্য কোন স্কিম, এই সবকিছুর তুলনায় দিন দিন দেশের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড এমন একটি বিনিয়োগের জায়গা যেখানে প্রতিমাসে রেকারিং পদ্ধতিতে টাকা জমা রেখে অনেক বেশি সুদ পাওয়ার সুযোগ রয়েছে। আবার অনেক বেশি সুদ পাওয়ার সুযোগের পাশাপাশি রয়েছে ঝুঁকিও। যদিও ঝুঁকির পরিমাণ একেবারেই নগণ্য বলেই জানা যায় মিউচুয়াল ফান্ডের ইতিহাস থেকে।

Advertisements

মিউচুয়াল ফান্ডে মূলত সিস্টেম ইনভেসমেন্ট প্ল্যান অর্থাৎ SIP বিনিয়োগের সবচেয়ে ভালো মাধ্যম বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমনিতে এখন যে সকল এসআইপি রয়েছে সেই সকল এসআইপিতে প্রতি মাসে সবচেয়ে কম ৫০০ টাকা করে বিনিয়োগ করতে হয়। কিন্তু এবার মিউচুয়াল ফান্ডের জনপ্রিয় তাকে লক্ষ্য করে এলআইসি যে মিউচুয়াল ফান্ড (LIC Mutual Fund) আনতে চলেছে তাকে আরও কম টাকাতেই বিনিয়োগ করার সুযোগ থাকবে বিনিয়োগকারীদের কাছে।

Advertisements

এলআইসির মিউচুয়াল ফান্ড অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাজারে চলে আসবে বলে জানা যাচ্ছে। অক্টোবর মাসের শুরুতেই তাদের মিউচুয়াল ফান্ড লঞ্চ করা হতে পারে বলে জানিয়েছেন এলআইসি মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। এলআইসির তরফ থেকে এমন কথা জানানোর পাশাপাশি একই কথা দিন কয়েক আগে জানিয়েছিলেন সেবির চেয়ারপার্সেনও।

Advertisements

আরও পড়ুন : LIC Kanyadan Policy Details: কন্যাসন্তানদের জন্য এলআইসির দুর্দান্ত পলিসি, নিশ্চিন্ত হবে ভবিষ্যৎ

বর্তমানে যে সকল এসআইপি চালু রয়েছে সেই সকল এসআইপিতে প্রতি মাসে ন্যূনতম ৫০০ টাকা করে জমা করতে হয়। তবে এলআইসি যে মিউচুয়াল ফান্ড আনছে, তাতে এসআইপি পদ্ধতিতে টাকা জমা করার ক্ষেত্রে প্রতি মাসে ন্যূনতম ২৫০ টাকা জমা করলেই হবে। অনেকেই রয়েছেন যাদের কাছে প্রতি মাসে ৫০০ টাকা জমা করা কষ্টকর, অথচ তাদের এসআইপি করার ইচ্ছে রয়েছে তারা এই সুযোগ পেতে পারবেন।

এর পাশাপাশি এলআইসি মিউচুয়াল ফান্ড লঞ্চ করলে বহু মানুষ রয়েছেন যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি সাহস পাবেন। কেননা দেশের অধিকাংশ মানুষের কাছেই এলআইসি নামটি পরিচিত, এছাড়াও এলআইসি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, এসবের পরিপ্রেক্ষিতে মিউচুয়াল ফান্ড অথবা মিউচুয়াল ফান্ডে এসআইপি পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে যাদের নানান সন্দেহ রয়েছে তাদের সেই সকল সন্দেহ দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements