নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় বাজেটে এলআইসির শেয়ার বাজারে আনার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেইমতো তৎপরতা শুরু হয় এই রাষ্ট্রীয় জীবন বীমা সংস্থার শেয়ার বাজারে আনার। মার্চ মাসেই এলআইসির আইপিও বাজারে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ায় বিশ্ব শেয়ারবাজারে ধস লক্ষ্য করা যায়। সেই দিকে তাকিয়ে এলআইসির আইপিও বাজারে আনার পরিপ্রেক্ষিতে ঝুঁকি নিতে পারেনি সংস্থা। এরপরেই আইপিও বাজারে আনার দিন পিছিয়ে দেওয়া হয়। দিন কয়েক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল মে মাসে এলআইসির আইপিও বাজারে আসবে। অবশেষে তাকেই মান্যতা দিল সংস্থা।
বুধবার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মে মাসের ৪ তারিখ বাজারে আসছে এলআইসির আইপিও। ওই দিন থেকে ৯ মে পর্যন্ত চলবে কেনাবেচা। তবে এর আগে ২ মে থেকেই নির্দিষ্ট কিছু বিনিয়োগকারী এই সংস্থার আইপিও কিনতে পারবেন। মূলত বড় বিনিয়োগকারীরা ২ মে থেকে শেয়ার কেনার সুযোগ পাবেন। এরপর ১৭ মে শেয়ারবাজারের অন্তর্ভুক্ত হয়ে যাবে এলআইসির শেয়ার।
বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির তরফ থেকে বুধবার বরাদ্দ শেয়ার এবং অন্যান্য তথ্য জানানো হয়েছে। এর পাশাপাশি বুধবার জানা গিয়েছে এলআইসির এই শেয়ারের দাম কত হতে পারে। জানা যাচ্ছে, শেয়ারের দাম ৯০২ টাকা থেকে শুরু করে ৯৪৯ টাকা পর্যন্ত ধার্য করা হবে। তবে বর্তমানে ৫% এর পরিবর্তে ৩% শেয়ার বাজারে ছাড়া হবে।
শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা ১৫ অথবা তার গুণিতক আকারে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সংস্থার জীবন বীমাকারী গ্রাহকদের জন্য ২.২১ কোটি এবং কর্মচারীদের জন্য ১৫.৮১ লক্ষ শেয়ার সংরক্ষিত রাখা হবে। পাশাপাশি তারা শেয়ার কেনার ক্ষেত্রে ছাড়ও পাবেন। কর্মচারীরা শেয়ারের উপর ৪৫ টাকা ও জীবন বিমাকারী গ্রাহকরা ৬০ টাকা ছাড় পাবেন। পলিসি হোল্ডারের চাইলে সরাসরি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার কিনতে পারবেন।