LIC is giving women a return of 27 lakh rupees on a small investment: বর্তমান দুর্মূল্যের বাজারে মনের মত অনুষ্ঠান করে, ধুমধাম করে বিয়ে দিতে গেলে বিষয়টা সত্যিই খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আর মেয়ের বাড়ির লোকেদের এই খরচের চিন্তাটা একটু বেশিই থাকে। তবে আর চিন্তার কোন কারণ নেই এখন মেয়ের বিয়ের খরচ জোগাতে পাশে এসে দাঁড়াবে এলআইসি। এলআইসি নিয়ে এসেছে নতুন একটি প্রকল্প (LIC for Women) যার সাহায্যে মেয়ের বিয়ের খরচ যোগানো অনেক সোজা হয়ে যেতে পারে।
কন্যা সন্তানের বিয়ে নিয়ে চিন্তান্বিত থাকেন প্রত্যেক মধ্যবিত্ত পরিবার। কিছু পরিবার তো কন্যা সন্তান জন্মানোর সাথে সাথেই তার বিয়ের খরচ কি করে জোগাড় করবেন সেই চিন্তায় ব্যাকুল হয়ে যান। কিন্তু আর দুশ্চিন্তা করার দরকার নেই। লাইফ ইন্সুরেন্স কোম্পানি বা এলআইসি কন্যা সন্তানের বিবাহের জন্য নতুন একটি আকর্ষণীয় প্রকল্প (LIC for Women) বাজারে নিয়ে এসেছে। মাত্র ১২১ টাকা বিনিয়োগ করলে আপনি আপনি পেতে পারেন ২৭ লক্ষ টাকা
বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিমা সংস্থা এলআইসি কন্যা সন্তানের জন্য নিয়ে এসেছে একটি নতুন প্রকল্প। যার নাম রাখা হয়েছে “কন্যাদান” (LIC for Women)। এই প্রকল্পে বিনিয়োগকারীকে প্রতিদিন জমা করতে হবে ১২১ টাকা। অর্থাৎ, মাসে ৩৬০০ টাকা। ১৩ থেকে ২৫ বছরের জন্য এই বিনিয়োগ করতে হবে তাকে। কোন গ্রাহক চাইলে দিনে মাত্র ৭৫ টাকা বিনিয়োগ করেও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। অর্থাৎ, মাসিক ২২৫০ টাকা। তবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর তিনি হাতে পাবেন ১৪ লাখ টাকা। পলিসিটির সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো গ্রাহক যেকোনো মুহূর্তে বিনিয়োগের অর্থ কমাতে বা বাড়াতে পারেন।
আরও পড়ুন ? Tax System: নতুন না পুরাতন! কোন কর ব্যবস্থায় মিলবে বেশি সুবিধা
এলআইসির এই নতুন পলিসিতে (LIC for Women) বিনিয়োগ করতে গেলে কন্যা সন্তানটির নূন্যতম বয়স ১ বছর হতে হবে এবং তার অভিভাবকের নূন্যতম বয়স ৩০ বছর হতে হবে। এই পলিসিতে বিনিয়োগ করলে আপনি ১৯৬১ সালের আইকর আইন ৮০ সি ধারা অনুযায়ী আয়কর ছাড়ের সুবিধাও পেতে পারেন। বছরে মোট দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন একজন গ্রাহক। কোন কারণে যদি পলিসি চলাকালীন কোন গ্রাহক দুর্ঘটনার শিকার হন বা মারা যান তাহলে গ্রাহকের পরিবারকে আর একটি টাকাও এই পলিসিতে বিনিয়োগ করার কোন প্রয়োজন নেই। উপরন্ত, বীমা কোম্পানির তরফ থেকে ১০ লক্ষ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং পলিসির মেয়াদ সম্পূর্ণ হলে ২৭ লক্ষ টাকা তুলে দেওয়া হবে সেই কন্যা সন্তানটির হাতে।
এলআইসির কন্যাদান (LIC for Women) পলিসিতে বিনিয়োগ করার জন্য গ্রাহকের আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো সহ কন্যা সন্তানটির বার্থ সার্টিফিকেট প্রয়োজন। এছাড়াও, এলআইসির আরও একটি পলিসি যার নাম “এলআইসি ইনডেক্স প্লাসে বিনিয়োগ করেও আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। ৩ মাসের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ অব্দি সকলকে এই পলিসিতে বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে এলআইসি।