LIC Land Selling: কি এমন হলো LIC-র? বিক্রি করতে চলেছে জমি-বাড়ি সম্পত্তি!

Antara Nag

Published on:

Advertisements

LIC is walking the path of land selling to raise capital: অর্থ বিনিয়োগে মোটা টাকা আয় করার জন্য অনেকেই নানা ধরনের স্কিমে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। কেউ পোস্ট অফিসে, কেউ ব্যাঙ্কে তো কেউ মিউচুয়াল ফান্ডে। তবে এইসব পরিকল্পনার পাশাপাশি অর্থ বিনিয়োগ করে মোটা টাকা আয় করার আরেকটি স্কিমও রয়েছে। যা হল এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। যেখানে বহু মানুষ ভবিষ্যতের জন্য অর্থ জমা করেন। তবে এবার সেই সংস্থা সম্পর্কে প্রকাশ্যে এসেছে এক বিরাট খবর (LIC Land Selling)। কি সেই খবর?

Advertisements

প্রসঙ্গত, সম্পত্তির দিক দিয়ে রেল, সেনাবাহিনীর পরেই রয়েছে এলআইসির স্থান। দেশের বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলআইসির জমি-বাড়ি সম্পত্তি। যেমন কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে রয়েছে এলআইসি বিল্ডিং, উত্তরাখণ্ডের মুসৌরিতে থাকা এসবিআই বিল্ডিংও এলআইসির সম্পদ, মুম্বাইতে রয়েছে এলআইসির জমি-সম্পত্তি, দিল্লির কনট প্লেসের জীবন ভারতী বিল্ডিংও এলআইসির। আর এইসব সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিল এলআইসি (LIC Land Selling)। কিন্তু কেন এমন পরিকল্পনা? লাভের পরিমাণ বাড়াতে নাকি লোকশান থেকে মুক্তি পেতে?

Advertisements

খবর রয়েছে, এলআইসি ভবনে বেশ কিছু বিষয় নিয়ে চলছে আলোচনা। যার মধ্যে অন্যতম হচ্ছে সম্পদের মূল্যায়ন। এলআইসির সম্পত্তির মূল্য প্রায় কয়েক লক্ষ কোটি টাকা। পূর্বে যার মূল্যায়ন হয়েছিল ৫০ হাজার থেকে ৬০ হাজার কোটি টাকা। তবে অনুমান অনুযায়ী বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ থেকে ৬ গুণ। শুধু তাই না, ২০২৩-এর তুলনায় ২০২৪ অর্থবর্ষে বেড়েছে LIC-র লাভ। ২০২৩-এ এলআইসির লাভ ছিল ৩৬,৩৯৭ কোটি টাকা। সেখানে ২০২৪-এ মুনাফা দাঁড়িয়েছে ৪০,৬৭৬ কোটি টাকা। তাহলে লাভ হওয়া সত্বেও জমি-বাড়ি, সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত কেন এলআইসির?

Advertisements

আরও পড়ুন ? RBI Cancelled Bank License: পেটিএম অতীত! এবার এই ব্যাঙ্কেরও লাইসেন্স বাতিল করে দিল RBI, তোলা যাবে না টাকা

সূত্র মারফতে জানা গিয়েছে, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অর্থাৎ LIC তার লাভার্জন বাড়াতে অর্থাৎ মুনাফা বৃদ্ধি করতে এমন পরিকল্পনা গ্রহণ করেছে। এলআইসি সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন শহরের রিয়েল এস্টেট সম্পদ বিক্রি করে অধিক টাকা উপার্জন করবে। তবে এর জন্য প্রয়োজন আইনি পরিবর্তনের।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এলআইসির এই পরিকল্পনা যে নতুন পরিকল্পনা তা নয়। পূর্বেও এলআইসি এই ধরনের (LIC Land Selling) সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আইনি কারণবশত সেই পরিকল্পনা সফল হয়নি LIC-র। অপরদিকে এলআইসির এখনো বহু জমি, সম্পত্তি আইনি জটিলতায় জড়িয়ে রয়েছে। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্তে এলআইসি সফল হয় কি সেটাই দেখার।

Advertisements