LIC Jeevan Kiran Policy brings new surprises for customers: এলআইসি বরাবর তার গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের নতুন পলিসি নিয়ে এসেছে। গ্রাহকরা যাতে নিশ্চিন্তে তাদের সঞ্চিত অর্থ সেখানে জমাতে পারে এবং রিটার্নও ভালো পায়, সেই বিষয়টাও বরাবর নজর রাখা হয়েছে। জীবন কিরণ পলিসি হল এলআইসির নতুন একটি স্কিম যাতে গ্রাহকরা ন্যূনতম বিনিয়োগ করতে পারে। এই জীবন বীমা পলিসিটি হল একটি নতুন নন-লিঙ্কড, অ-অংশগ্রহণকারী জীবন বিমা।
এই বীমা পলিসিতে (LIC Jeevan Kiran Policy) মেয়াদপূর্তির সময়ে পলিসিধারীদের দেওয়া প্রিমিয়ামগুলিকে ফেরত দেওয়া হবে এবং পলিসি হোল্ডাররা যদি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকে তাহলে পলিসির অধীনে থাকা মোট প্রিমিয়াম ফেরত পাবেন। এই বীমা পলিসিতে কোনরকম অতিরিক্ত প্রিমিয়াম, রাইডার প্রিমিয়াম বা প্রদত্ত ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে না।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসির জীবন কিরণ পলিসি এর (LIC Jeevan Kiran Policy) অন্যতম বিশেষত্ব হল এটি পাঁচ বছরের মেয়াদ পূরণ হলে মেয়াদ পূর্তির সুবিধা প্রদান করে। এই পলিসিতে বিনিয়োগকারীরা পাঁচ বছরের মেয়াদে মেয়াদপূর্তী সুবিধা পাওয়ার বিকল্প পাবেন। এছাড়া নমিনিদের ক্ষেত্রেও প্রদেয় মৃত্যু সুবিধার এই বিকল্পটি বেছে নিতে পারেন বলে জানা গিয়েছে।
পাশাপাশি পলিসির (LIC Jeevan Kiran Policy) মেয়াদপূর্তির সময় মৃত্যুর ক্ষেত্রে, মূল বিমাকৃত অর্থ, বার্ষিক প্রিমিয়ামের সাত গুণের সমান পরিমাণ বা প্রদত্ত মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশের মধ্যে যেটি বেশি হবে, সেই অর্থ পলিসি হোল্ডারের নমিনির হাতে তুলে দেওয়া হবে। যদি একক প্রিমিয়াম প্ল্যান হয় সেক্ষেত্রে নমিনিরা মূল বিমাকৃত অর্থ বা একক প্রিমিয়ামের ১২৫ শতাংশ, যেটি বেশি হবে সেটি পাবেন৷ এই পলিসির ক্ষেত্রে বিনিয়োগকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছর।
এই পলিসির মেয়াদকাল সাধারণত ১০ থেকে ৪০ বছর হয়ে থাকে। পলিসির মেয়াদপূর্তির সময় আপনি নিশ্চিত ১৫ লাখ টাকা রিটার্ন পাবেন। এতে সর্বনিম্ন কিস্তি হল ৩,০০০ টাকা এবং একক প্রিমিয়াম বিকল্পের অধীনে ৩০,০০০ টাকা৷ এই পলিসির কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেমন, ধূমপান যারা করেন তাদের প্রিমিয়াম যারা ধূমপান করেন না, তাদের থেকে পুরো আলাদা। মেডিক্যাল চেক-আপ করতে যারা অস্বীকার করেন তাদের ধূমপায়ীদের জন্য প্রযোজ্য প্রিমিয়াম চার্জ করা হবে বলে এলআইসি এর পক্ষ থেকে জানানো হয়েছে।