একবার টাকা দিলেই মিলবে আজীবন পেনশন, LIC-র নতুন পেনশন প্ল্যান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের কাছে সবথেকে ভরসার LIC এলো একটি নতুন পেনশন প্ল্যান। যে পেনশন প্ল্যানে একবার টাকা দিলেই আজীবন পেনশন মিলবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। নতুন এই পেনশন প্ল্যানের নাম হলো ‘New Jeevan Shanti Yojana’।

Advertisements

Advertisements

LIC-র এই নতুন পলিসিতে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর নূন্যতম বয়স হতে হবে ৩০ বছর। তবে যারা বিনিয়োগ করার সাথে সাথেই পেনশন চাইছেন তাদের বয়স ৮৫ বছরের বেশি হলে চলবে না। অন্যান্যরা যে বছর থেকে পেনশন চাইছেন তা নিজেরা বেছে নিতে পারবেন।

Advertisements

উদাহরণস্বরূপ কোন বিনিয়োগকারী যদি ১০ লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ করেন এবং পাঁচ বছর পর থেকে পেনশন ব্যবস্থা চালু করতে চান তাহলে তিনি ৯.১৮% হারে প্রতিমাসে প্রায় সাড়ে ৭ হাজার টাকার কাছাকাছি পেনশন পাবেন। পাশাপাশি পেনশন নেওয়ার সময়ের উপর নির্ভর করছে এর সুদের পরিমাণ। সেই সুদের পরিমাণ সর্বনিম্ন ৮.৭৯ থেকে ২১.৬% পর্যন্ত রয়েছে।

এছাড়াও এই প্ল্যানে আরও একাধিক সুবিধা রয়েছে। যেমন লোনের সুবিধা, ইচ্ছেমতো বন্ধ করার সুবিধা। তবে লোনের সুবিধা পাওয়া যাবে পেনশন শুরু হওয়ার এক বছর পর এবং প্ল্যান বন্ধ করার সুযোগ মিলবে পেনশন শুরু হওয়ার তিন মাস পরেই।

Advertisements