আগামী মাসে বাজারে আসতে চলেছে LIC-র শেয়ার, সামনে এলো দাম

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের জনজীবনে প্রভাব ফেলার পাশাপাশি তছনছ করে দিয়েছে দেশের অর্থনীতি। অর্থনৈতিক পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়ার কারণে সার্বিক উন্নয়ণ বাধাপ্রাপ্ত হচ্ছে। এমত অবস্থায় এই অর্থনীতির হাল ফেরাতে কেন্দ্র সরকার একাধিক সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করার পদক্ষেপ নিচ্ছে।

অন্যদিকে একই ভাবে চলছে একাধিক সংস্থার বেসরকারি লগ্নি। এসবের মধ্যে দেশের মানুষের চোখ যেদিকে তা হল LIC। দেশের বৃহত্তম এই বিমা সংস্থার শেয়ার যেদিন থেকে বাজারে আসার ঘোষণা করেছে কেন্দ্র সেই দিন থেকেই লগ্নিকারীদের নজর এই দিকেই রয়েছে। কারণ এই সংস্থার IPO এমন একটি শেয়ার হয়ে উঠতে পারে যা যে কারোর ভাগ্য বদলে দিতে পারে।

সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১১ মার্চ এই সংস্থার আইপিও বাজারে আসতে চলেছে। বাজারে আসার পর দু’দিন কেবলমাত্র বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য এই শেয়ার কেনার সুযোগ করে দেওয়া হবে অর্থাৎ তাদের জন্য কেবলমাত্র বাজার খোলা থাকবে। এরপর দুদিন বাদে অর্থাৎ ১৩ অথবা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এই শেয়ার কিনতে পারবেন।

এলআইসির এই শেয়ারের দাম কত হতে পারে তা সম্পর্কে যা জানা যাচ্ছে তা হল, প্রস্তাবিত বাজারমূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। যে কারণে এই আইপিও বিনিয়োগকারীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বিশেষজ্ঞদের একাংশ দাবি করছেন, এত বড় অঙ্কের আইপিও এর আগে বাজারে আসেনি।

অন্যদিকে এই সংস্থার আইপিও কেনার ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন এলআইসি হোল্ডাররা। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, শেয়ারের প্রায় ১০% পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও তারা কিছুটা বাড়তি ছাড়ও পাবেন। স্বাভাবিকভাবেই অন্যান্য লগ্নিকারীদের তুলনায় সস্তায় পলিসি হোল্ডারের এই শেয়ার কিনতে পারবেন। পাশাপাশি লগ্নিকারীদের জন্য এর মূল্য সাধারণ মধ্যবিত্তের নাগালে থাকবে বলে মনে করা হচ্ছে।