নিজস্ব প্রতিবেদন : প্রতিটি বেকার যুবক-যুবতীরাই সরকারি হোক অথবা বেসরকারি চাকরির জন্য মুখিয়ে থাকেন। তবে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ পেলে বলার কিছু নেই। সেই রকমই এবার মোটা টাকার বেতনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাষ্ট্রায়ত্ব জীবনবীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি (LIC)। এলআইসি এডিও অর্থাৎ অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার (LIC ADO Recruitment) পদে নিয়োগ শুরু করবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার জনপ্রিয়তা ভারতে যেমন বিপুল ঠিক সেই রকমই এই সংস্থায় কর্মরত প্রতিটি কর্মীদের বেতনও নজরকাড়া। বেতন নজরকরো হওয়ার পাশাপাশি এই সংস্থায় যে সকল কর্মীরা নিযুক্ত হন তাদের সংস্থার তরফ থেকে এত সুবিধা দেওয়া হয় যা অন্য কোন সংস্থার কর্মীরা পান্না বলেই জানা যায় বিভিন্ন সূত্রে। সুতরাং এল আই সির তরফ থেকে যে ৮০০ পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তা হাতছাড়া করলে রীতিমতো পস্তাতে হবে।
এলআইসির তরফ থেকে ইস্টার্ন জোন অর্থাৎ কলকাতা সহ মোট আটটি জোনে নিয়োগ করা হবে। প্রতিটি জোনে ১০০ জন করে মোট ৮০০ জনকে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সকল শূন্য পদে নিয়োগ করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোন বিভাগ থেকে স্নাতক হতে হবে। আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। যদিও তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর এবং ওবিসি শ্রেণীর চাকরি প্রার্থীরা যথাক্রমে ৫ ও ৩ বছরের ছাড় পাবেন।
আরও পড়ুন ? Indian Bank Recruitment: লিখিত পরীক্ষা না দিয়েই ব্যাঙ্কে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে তিনটি পরীক্ষা অর্থাৎ প্রিলিমস, মেইন্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। পরীক্ষা হবে হিন্দি এবং ইংরেজিতে। প্রিলিমসে এক ঘন্টার অনলাইন টেস্ট হবে, প্রশ্ন থাকবে ১০০ টি। এখানে যারা উত্তীর্ণ হবেন তাদের মেইন্সে বসার সুযোগ দেওয়া হবে। সেখানে ১৬০ নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে দুঘন্টা। শেষ দফায় থাকবে ৩৭ নম্বরের ইন্টারভিউ।
যে সকল শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে তার বিষয়ে বিজ্ঞপ্তি সহ অন্যান্য তথ্য জানার জন্য নজর রাখতে হবে https://licindia.in/ ওয়েবসাইটে। যেখানেই পাওয়া যাবে আবেদন ফর্ম সহ অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে তথ্য। অন্যদিকে আবেদনের ক্ষেত্রে সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থীদের ৭৫০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সহ অন্যান্য অনগ্রসর শ্রেণীর চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।