বছরের শেষে LIC নিয়ে শিশুদের জন্য নিয়ে এলো একটি দারুন পলিসি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছর আসার আগেই বড় ঘোষণা করলো LIC। শিশুদের ভবিষ্যত সুরক্ষিত ও নিশ্চিত করতে নতুন প্ল্যান আনলো LIC। যেখানে মাসে মাত্র ৪৮৭৭ টাকা বিনিয়োগ করলেই আপনি পেতে পারেন নিজের সন্তানের জন্য ১৯১০০০০ টাকা।

Advertisements

Advertisements

বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যিই LIC এর এই নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান অনুযায়ী মাসে মাত্র ৪৮৭৭ টাকা বিনিয়োগ করলেই আপনি পেতে পারেন নিজের সন্তানের জন্য ১৯১০০০০ টাকা।

Advertisements

শিশুর পাঁচ বছর বয়স থেকে এই প্ল্যানের অনুযায়ী টাকা বিনিয়োগ করা যাবে। ২০ বছর পর অর্থাৎ সন্তানের ২৫ বছর বয়স হলে পাওয়া যাবে ১৯১০০০০ টাকা। কোনো গ্রাহক ১০০০০০০ টাকার পলিসি করলে সেক্ষেত্রে সে পাবে ১৯১০০০০ টাকা।

শিশুর ০ বছর বয়স অর্থাৎ জন্মের পর থেকেই টাকা বিনিয়োগ করলে সর্বাধিক ১২ বছর বয়স পর্যন্ত সর্বনিম্ন ১০০০০ টাকা বিনিয়োগ করতে হবে তবে সর্বাধিক টাকা জমা দেওয়ার কোনো সীমা নেই। তবে কোনো কারণবশত বিমা ধারকের প্রয়াত হলে উক্ত প্রিমিয়ামের পেমেন্ট সর্বনিম্ন ১০৫ শতাংশ হবে ও সেক্ষেত্রে সাধারণ ও বিশেষ বোনাস পাওয়া যাবে।

Advertisements