LIC তে চাকরির সুযোগ, একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি বেকার যুবক যুবতীদের স্বপ্ন চাকরি। আর তারা বিশেষ করে সরকারি চাকরির জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশে দিনের পর দিন কর্মসংস্থানের অভাবে বেকার যুবক যুবতীদের সংখ্যা বেড়েই চলেছে। তবে মাঝে মাঝে বেশ কিছু নিয়োগও হয়, যাতে সুযোগ পান এই সকল বেকার যুবক যুবতীরা। আর এই নিয়োগের ক্ষেত্রে এবার রাষ্ট্রায়াত্ত ইন্সুরেন্স সংস্থা এলআইসি তাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো। তারা ২১৮টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisements

Advertisements

অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার-AE, অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার -AAO, অ্যাসিস্টেন্ট আর্কিটেক্ট- AA সহ বিভিন্ন পদে তারা নিয়োগ করতে চলেছে।BETTech, BEE, MTT, MEE ডিগ্রিধারীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন৷

Advertisements

অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (AE) : এই পদের জন্য মোট শূন্য আসন সংখ্যা ৫০। অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের শূন্য আসন সংখ্যা -২৯, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল) পদের জন্য শূন্য আসন সংখ্যা-১০, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল) পদের জন্য শূন্য আসন সংখ্যা-১০, অ্যাসিস্টেন্ট আর্কিটেক্ট (এই) পদের জন্য শূন্য আসন সংখ্যা-৪, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল) পদের জন্য শূন্য আসন সংখ্যা-৪ অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল/মেকানিকাল) পদের জন্য শূন্য আসন সংখ্যা-৩৷ অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (এএও) পদের জন্য শূন্য আসন সংখ্যা-১৬৮, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (এসিইউ) ওয়াইএল) পদের জন্য শূন্য আসন সংখ্যা-৩০, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (লিগাল) পদের জন্য শূন্য আসন সংখ্যা-৪০, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (রাজভাষা) পদের জন্য শূন্য আসন সংখ্যা-৮, অ্যাসিস্টেন্ট অ্যাডিমিনস্ট্রেটিভ অফিসার (আইটি) পদের জন্য শূন্য আসন সংখ্যা-৫০।

পদের ভিত্তিতে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও বেতন কাঠামো রয়েছে। আবেদন ফি জেনারেল চাকরিপ্রার্থীদের জন্য ৭০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ৭৫ টাকা। আবেদনের পর এই ফি জমা দিতে হবে ব্যাঙ্কে। প্রিলিমিনারি পরীক্ষা, অনলাইনে মেন পরীক্ষা, ইন্টারভিউ ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর শূন্য পদে নিয়োগ করা হবে। এলআইসির অফিশিয়াল ওয়েবসাইট www.licindia.in -এ আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করার বিষয়ে অথবা আরও বিস্তারিত জানতে পারবেন।

Advertisements