Toto Licence: রাজ্যের পরিবহণ দফতর একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করেছে রাজ্যের টোটো চালকদের জন্য। পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে যে, আগামী দু-তিন মাসের মধ্যেই চালু হয়ে যাবে এক নয়া নীতি। টোটো চালকদের জন্য বাধ্যতামূলক করা হলো লাইসেন্স এবং টোটোর রেজিস্ট্রেশন। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সম্প্রতি ব্যারাকপুরের এক অনুষ্ঠানে গিয়ে এইকথা প্রকাশ করেছেন। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জানতে পারবেন।
বর্তমানে রাজ্যের বহু মানুষের জীবনধারণের মাধ্যম হলো টোটো। সব জেলা মিলিয়ে আনুমানিক প্রায় ১০ লক্ষ মানুষের জীবন-জীবিকা টোটোর উপর নির্ভরশীল। মফস্সল এলাকাগুলিতে টোটোর আধিপত্য সম্প্রতি বৃদ্ধি পেয়েছে এবং বহু মানুষের কর্মসংস্থানের মাধ্যম কিন্তু এই টোটো। পরিবহন দপ্তরের কাছে টোটোর চলাচল নিয়ে নানা অভিযোগ জমা করেছে এবং সেই অভিযোগের সমাধান করতেই তারা কঠোর পদক্ষেপ (Toto Licence) নিয়েছে।
তবে টোটো জাতীয় সড়কে চলাচলের কোনরকম অনুমতি নেই। টোটো নিয়ে যাতে আর কোনোরকম অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার কিছু সুনির্দিষ্ট নীতি (Toto Licence) চালু করতে চায়। এই নীতি অনুসারে, চালকদের স্বার্থরক্ষা হয় এবং সড়ক নিরাপত্তাও নিশ্চিত করা যায়। পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নীতি প্রণয়নের আগে সমস্ত পুরসভা এবং পুলিশ- প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। এবার থেকে ঠিক করে দেওয়া হবে টোটোর জন্য নির্দিষ্ট রুট। এমনকি চালকদের প্রশিক্ষণ এবং যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন:Totowala App: পৌষমেলায় পর্যটকদের জন্য দুর্দান্ত চমক, টোটোর অ্যাপ ‘টোটোওয়ালা’
পরিবহণ দফতরের এক শীর্ষ আধিকারিক অবশ্য টোটো সংক্রান্ত বিষয়ে বলেছেন যে, রাজ্যের বিভিন্ন জেলাতেই প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে টোটোর সংখ্যা। তাই পরিবহণ দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, এখনই এদের নিয়মনীতির মধ্যে বাঁধা উচিত নাহলে সমস্যা হবে পরবর্তীতে। একদিকে টোটো পরিষেবার (Toto Licence) রাশ অবশ্যই থাকবে দফতরের কাছে, আবার সুষ্ঠু নীতি তৈরি করতে হবে টোটোচালকদের মধ্যে।
পরিবহণমন্ত্রীর কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে রাজ্যের যত্রতত্র বেআইনি ভাবে টোটো তৈরি হচ্ছে। জেলার বিভিন্ন লেদ কারখানায় অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে টোটো। ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়ে এ রকম বেশ কয়েকটি কারখানা বন্ধ করানো হয়েছে। এই সংক্রান্ত নীতি তৈরি হয়ে গেলে টোটো তৈরির জন্য পরিকাঠামোও পরিবর্তিত হবে। এখন রাজ্য সরকারকে ভাবতে হবে নীতি প্রণয়নের পর টোটো তৈরির জন্য কারখানা কী ভাবে করা যাবে।