Toy Train: দার্জিলিং নয়, ভারতের এই ৪টি রহস্যময় টয় ট্রেন আপনাকে করবে মোহিত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Toy Train: টয় ট্রেনের নাম শুনলেই সবার আগে মাথায় আসে দার্জিলিং-এর কালো ধোঁয়া উড়িয়ে ছুটে চলা ছোট্ট ট্রেন। কিন্তু জানেন কি, দার্জিলিং-এর বাইরেও ভারতে আরও কিছু অসাধারণ টয় ট্রেন (Toy Train) রয়েছে, যেগুলোর সৌন্দর্য এবং রহস্য আপনাকে দার্জিলিং-এর থেকেও বেশি মুগ্ধ করবে? সেই সবুজে ঘেরা পাহাড়, কুয়াশার বুক চিরে এগিয়ে চলা এই ট্রেনগুলো এক অন্যরকম রোমাঞ্চকর যাত্রার স্বাদ দেবে আপনাকে!

Advertisements

প্রথমেই শুরু করা যাক নীলগিরি মাউন্টেন রেলওয়ে দিয়ে। তামিলনাড়ুর বিখ্যাত উটির নীলগিরি পাহাড়ের ওপর দিয়ে চলে এই রেলপথ। এটি এশিয়ার অন্যতম খাড়াই রেলপথ, যেখানে মাত্র ৪৬ কিলোমিটারের যাত্রা শেষ হতে প্রায় ৫ ঘণ্টা লাগে! ২০০৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া এই ট্রেন (Toy Train) প্রকৃতির খাঁজে হারিয়ে যাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এর ভেতর দিয়ে যাত্রা করলে মনে হবে, আপনি কুয়াশার রাজ্যে পা রেখেছেন, যেখানে প্রত্যেক বাঁকেই লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক একটি অমূল্য রত্ন।

Advertisements

এরপর আসে কালকা-সিমলা রেলপথ, যা ১৯০৩ সালে ব্রিটিশরা নির্মাণ করেছিল। পাহাড়ের উঁচু নিচু পথ ধরে ৯৬ কিলোমিটার দীর্ঘ এই ট্রেন যাত্রা আপনাকে নিয়ে যাবে এক অজানা রোমাঞ্চের দিকে। বারোগ টানেল নামে বিখ্যাত ১১৪৩ মিটার দীর্ঘ একটি টানেল পেরোলে আপনি যেন এক নতুন পৃথিবীতে পৌঁছে যাবেন। এই ট্রেনের গতিপথে একেকটি স্টেশন যেন আপনার চোখের সামনে খুলে দেয় পাহাড়ের অবর্ণনীয় সৌন্দর্যের পটভূমি।

Advertisements

আরো পড়ুন: পুজোয় ঘুরতে যাওয়ার চিন্তা দূর করল রেল, পাহাড় থেকে সমুদ্র যেতে চলবে স্পেশাল ট্রেন

আরও রহস্যময় ভ্রমণ করতে চাইলে চড়তে পারেন মাথেরান হিল রেলওয়ে তে। মহারাষ্ট্রের সহ্যাদ্রি পর্বতমালায় অবস্থিত এই রেলপথে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটার উচ্চতায় উঠে আসবেন। ১৯০৭ সালে তৈরি হওয়া এই রেলপথে যাত্রা করলে মনে হবে, আপনি যেন কোনও স্বপ্নের জগতে আছেন। এই ট্রেনটিকে স্থানীয়রা ‘ফুলরানি’ বলে ডাকে। পাহাড়ের গা বেয়ে ছুটে চলা এই ট্রেন এক স্বপ্নীল দুনিয়ার দরজা খুলে দেবে আপনার সামনে।

অবশেষে রয়েছে কাংড়া ভ্যালি রেলওয়ে, যা হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার ওপর দিয়ে চলে। ভারতের সবচেয়ে দীর্ঘতম পর্বত রেলপথ এটি, যার দৈর্ঘ্য ১৬৪ কিলোমিটার। ১৯২৯ সালে নির্মিত এই রেলপথ আপনাকে ধৌলাধর পর্বতমালার মনমুগ্ধকর দৃশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। অনেকে বলেন, এই পথে ট্রেন চলাকালীন বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা। যদি ভৌতিক কাহিনি আপনার পছন্দ হয়, তাহলে এই রুটে একবার যাত্রা করতেই পারেন! ভারতের এই ৪টি টয় ট্রেন (Toy Train) আপনাকে শুধু রোমাঞ্চকর ভ্রমণ নয়, এক অদ্ভুত রহস্যের জগতে নিয়ে যাবে। প্রকৃতির নিস্তব্ধতা আর ভৌতিক অনুভূতির মিশেলে তৈরি হবে এক অভূতপূর্ব ভ্রমণ অভিজ্ঞতা!

Advertisements