Rinku Singh Lifestory: আলিগড়ের এক অজপাড়াগাঁ থেকে উঠে আসা রিঙ্কু সিংয়ের গল্প (Rinku Singh Lifestory) শুনে মনে হবে এটি যেন কোনও সিনেমার চিত্রনাট্য। নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থায় থেকেও রিঙ্কু স্বপ্ন দেখেছিলেন বড় ক্রিকেটার হওয়ার। তার জীবনের সংগ্রাম, পরিশ্রম, এবং নিষ্ঠা তাঁকে রাতারাতি একজন তারকায় পরিণত করেছে। আজ, আইপিএল এবং ভারতীয় ক্রিকেট মহলে তাঁর নাম উচ্চারিত হয় গর্বের সঙ্গে।
একসময় পেটের দায়ে ঝাড়ুদারের কাজ করতে চেয়েছিলেন রিঙ্কু, কিন্তু মন পড়ে থাকত ২২ গজের মাঠে। তাঁর বাবা খানচন্দ্র সিং চেয়েছিলেন রিঙ্কু পড়াশোনায় মনোনিবেশ করুক। কিন্তু রিঙ্কুর মনে ছিল শুধু ক্রিকেট। বাবার বকুনি ও পিটুনি উপেক্ষা করে রিঙ্কু লাঠি হাতে মাঠে নেমে পড়তেন। কে জানত, সেই ছোট্ট ছেলেটি একদিন ক্রিকেট বিশ্বের মহাতারকায় পরিণত হবে? আজ, রিঙ্কুর বাবা হয়তো ভাবেন, ভাগ্যিস রিঙ্কু তাঁর কথা শোনেনি!
আলিগড়ের একটি গ্যাস অফিসের পাশে ছোট্ট এক বাড়িতে থাকতেন রিঙ্কুর পরিবার। বাড়িটি ছিল মাত্র দু’কামরার, সামনেই ছিল খানিকটা ফাঁকা জায়গা যেখানে রিঙ্কু ক্রিকেটের প্রথম পাঠ নিয়েছিলেন। ঘরের দেওয়াল থেকে রং খসে পড়েছে, টিনের ছাদে চুইয়ে পড়ত বৃষ্টি। কিন্তু এত সীমাবদ্ধতার মাঝেও, রিঙ্কুর ইচ্ছাশক্তি ও দৃঢ়তা ছিল অটুট।
আরো পড়ুন: দু’বেলা ভাত জোটাতে হিমশিম খেতে হত! সেই রিঙ্কু আজ কত টাকার মালিক জানেন!
আজ রিঙ্কু সিং কেবলমাত্র একজন সফল ক্রিকেটার নন, তিনি হয়ে উঠেছেন আলিগড়ের মানুষের অনুপ্রেরণা। নিজের সাফল্যের গল্প (Rinku Singh Lifestory) তৈরি করতে গিয়ে তিনি প্রতিটি মুহূর্তে প্রমাণ করেছেন, পরিশ্রমের কোনও বিকল্প নেই। সম্প্রতি শোনা গেছে, তিনি আলিগড়ে একটি জমি কিনেছেন, যেখানে তিনি তৈরি করবেন নিজের স্বপ্নের বাড়ি। সেই বাড়ি হবে আলিশান, যেমনটা তিনি সবসময় চেয়েছিলেন।
রিঙ্কু সিংয়ের এই উত্তরণের গল্প (Rinku Singh Lifestory) সত্যিই চমকপ্রদ। এটা আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি এবং স্বপ্নকে ধরে রাখার মানসিকতা থাকলে কোনও কিছুকেই অসম্ভব মনে হয় না। আলিগড়ের এই ছেলেটি দেখিয়েছেন যে স্বপ্ন দেখার সাহস থাকলে, যে কোনও কিছুই অর্জন করা সম্ভব।