পুরো টাটকা আপডেট, পুজোয় মহাষ্টমী পর্যন্ত বৃষ্টি না হলেও নবমী, দশমী ভিজবে ৭ জেলা

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর (Durga Puja 2023) আগে প্রতিটি বাঙালি এখন চিন্তায় রয়েছেন আবহাওয়া নিয়ে। তবে আবহাওয়া নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই বলে জানাচ্ছে হওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে দুর্গা পুজোয় আবহাওয়া (Weather Update) কেমন থাকবে তার টাটকা যে আপডেট দিয়েছে তাতে দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের জন্য মোটামুটি ভাবে সুখবর রয়েছে। যদিও একেবারেই বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে আবহাওয়া সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে তাতে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা জানানো হয়েছে। দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা জানাতে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহাষ্টমী পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও নবমী এবং দশমী বৃষ্টিতে ভিজতে পারে ৭ জেলা।

দুর্গা পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সেই দিকে নজর রাখার ক্ষেত্রে প্রথমেই যদি উত্তরবঙ্গের দিকে চোখ রাখা যায় তাহলে, তৃতীয়া থেকে মহাষষ্ঠী পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আবহাওয়া পুরোপুরি অনুকূল এবং শুষ্ক থাকবে। এছাড়াও মহাষ্টমী থেকে বিজয়া দশমী পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় শুষ্ক থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

তৃতীয়া থেকে মহাষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা শুষ্ক থাকবে। তবে এরই মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের আকাশে। সেক্ষেত্রে তৃতীয়া এবং চতুর্থীর দিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। পাশাপাশি মহাসপ্তমী থেকে মহাষ্টমী দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে মহানবমী এবং বিজয়া দশমীর দিন দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। যে সকল জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং হুগলি। যদিও এই বৃষ্টির পরিমাণ মেরে কেটে ৩০ থেকে ৪০ শতাংশ। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।