ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহের শেষে রাজ্যবাসীদের ভোগাতে পারে বৃষ্টি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপূজো এবং কালীপুজোর আগে পশ্চিমবঙ্গকে ভাসিয়েছিল বৃষ্টি। আর আবারও নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে সপ্তাহান্তে। বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যার বিভিন্ন জেলায়।

Advertisements

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যে নিম্নচাপটি আগামী দু-তিন দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিবর্তিত হয়ে স্থান পরিবর্তন করতে পারে। স্থান পরিবর্তন করে অবস্থান করতে পারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। যার জেরে এ সপ্তাহের শেষের দিকে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের বৃষ্টিপাতের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। হাওয়া অফিসের তরফ থেকে মৎস্যজীবীদের আন্দামান উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে রোদ ঝলমলে আকাশ থাকবে।সকাল থেকে একটু আধটু ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আদ্রতাজনিত গরম ভোগাবে রাজ্যবাসীদের।

Advertisements