রাজ্যের ১৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মূলত শনিবার থেকেই মুখভার শুরু হয়েছে আকাশের। মুখভারের পাশাপাশি বিভিন্ন এলাকায় বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে। আর সেই একই পরিস্থিতি রবিবার সকাল থেকেও। রাজ্যের অধিকাংশ জেলায় রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। তবে শনিবার বৃষ্টি হওয়ার দরুণ গুমোট গরম খুব একটা নেই। এরই পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল।

Advertisements

Advertisements

রাজ্যের যেসকল জেলাগুলির জন্য হাওয়া অফিসের তরফ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সকল জেলাগুলি হল কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু এলাকায় আংশিকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Advertisements

তবে এই বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মিলবে না, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বাতাসে মাত্রাতিরিক্ত জলীয়বাষ্পের উপস্থিতির কারণে এই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দফায় দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মূলত মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণেই দিন কয়েক ধরেই এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আগামী সোমবার থেকে বৃষ্টি বাড়বে।

Advertisements