Advertisements

ঘন ঘন বজ্রপাতে প্রাণহানি, আগাম বার্তা দিতে রয়েছে ভারতীয় অ্যাপ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি দেখা গিয়েছে বজ্রপাতে অজস্র মানুষের প্রাণ হারানোর ঘটনা। আর এই প্রাণ হারানোর ঘটনায় সবথেকে নজর কেড়েছে কয়েক সপ্তাহ আগে বিহারের ঘটনা। তবে শুধু বিহার নয় ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন জেলাতেও প্রতিদিন শোনা যাচ্ছে বজ্রপাতে কারোর না কারোর প্রাণহানি হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী ২০০৫ সাল থেকে ভারতে প্রতিবছর প্রায় ২০০০ জন করে মানুষ প্রাণ হারিয়েছেন। আর এই সংখ্যাটা ২০১৮ সালে বেড়ে দাঁড়ায় ২৩০০। ভারতে এই বিপুলসংখ্যক মানুষের বজ্রপাতে প্রাণ হারানোর ঘটনায় চিন্তিত হয়ে কেন্দ্রীয় সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (IITM) পুনের গবেষকরা যৌথ উদ্যোগে তৈরি করেছে একটি অ্যাপ।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (IITM) পুনের গবেষকরা যৌথ উদ্যোগে তৈরি করা এই অ্যাপের নাম হল Damini। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে। এই অ্যাপটির কাজ হল যার স্মার্টফোনে এই অ্যাপ ইন্সটল থাকবে তার অবস্থান অনুযায়ী আবহাওয়া সম্পর্কিত জরুরি তথ্য দেওয়ার পাশাপাশি বজ্রপাতের অন্তত ৩০ থেকে ৪০ মিনিট আগে থেকেই সতর্কবার্তা পাঠাবে শুরু করবে।

Advertisements

বজ্রপাতে এতসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় দেখা যায় বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে যুক্ত। হয় তারা মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অথবা আরও বেশ কিছু মানুষকে দেখা যায় প্রাণ হারাতে যারা জরুরী কাজে মাথায় মেঘ নিয়ে বাইরে বেরিয়েছেন। আর এই সকল মানুষকে সতর্ক করার জন্যই এই অ্যাপ।

ফোনে এই অ্যাপটি ইনস্টল করার পর সেটিকে অ্যাক্টিভেট করা হলে আপনার বর্তমান অবস্থান থেকে ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে আবহাওয়ার আগাম বার্তা ছাড়াও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিনা তা সম্পর্কেও বার্তা দেবে। অ্যাপের মধ্যে সার্কেল করে যে মানচিত্র দেখা যাবে তার নিচে ইংরেজি এবং হিন্দি এই দুই ভাষাতেই তথ্য প্রদান করবে এই অ্যাপ। Damini নামে এই অ্যাপটি বজ্রপাতের আগাম বার্তা দেওয়ার পাশাপাশি কিভাবে সুরক্ষা পাওয়া সম্ভব এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে নানান তথ্য প্রদান করে থাকে। এই অ্যাপটি মূলত হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবরণ সরবরাহ করে থাকে।

কেন্দ্রীয় সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (IITM) পুনের গবেষকরা যৌথ উদ্যোগে ১৬ই নভেম্বর ২০১৮ সালে এই অ্যাপটিকে লঞ্চ করা হয়। এরপর অ্যাপটিকে নতুনভাবে আপডেট করা হয়েছে ১লা জুলাই ২০২০ সালে। পাশাপাশি বর্তমানে বজ্রপাতের কারণে যেভাবে দিনের পর দিন প্রাণহানির সংখ্যা বাড়ছে তাতে এই অ্যাপ ইন্সটল করা থাকলে অনেকের প্রাণ বাঁচতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements