বাজ পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দুই গৃহবধূ

Shyamali Das

Published on:

হিমাদ্রি মন্ডল : দিনভর চলতে থাকা ঝিম ঝিম বৃষ্টির মাঝে দুপুর দুটো নাগাদ হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-এর কারণে জেলার দুই প্রান্তে আহত হয় দুই গৃহবধূ। অপরদিকে মৃত্যু হয়েছে একটি গবাদিপশুরও। দুই গৃহবধূকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের একজন ফুলন মাল, তিনি সিউড়ি থানা এলাকার ইন্দ্রগাছা গ্রামের বাসিন্দা। গবাদি পশু মাঠে নিয়ে যাওয়ার সময় বজ্রবিদ্যুৎ-এর আঘাতে আহত হন। মারা যায় মাঠে নিয়ে যাওয়া একটি গবাদি পশু। অপরজন হলেন ফাগু দলুই, তিনি সিউড়ি থানা এলাকার বাতাসপুরের বাসিন্দা।

আলিপুর আবহাওয়া দপ্তর দুদিন আগেই জানিয়েছিল, শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তারা। আবহবিদেরা জানিয়েছিলেন অন্যান্য জেলার থেকে বীরভূমে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে।

বজ্রবিদ্যুৎ-এর কারণে জেলার অন্যকোন প্রান্ত থেকে আর কোনো বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।