সোনুর মতই ত্রাতার ভূমিকায় দেব, ১০০০ পরিযায়ীকে ফেরাতে নিলেন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বলিউডের সোনু সুদের পর এবার টলিউড থেকে উঠে এলেন দেব। পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে ত্রাতার ভূমিকা নিয়েছিলেন সোনু সুদ। এখন টলিউডের দেবকেও সেই ভূমিকায় দেখা গেল। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে এখন দেব সত্যিকারের হিরো। বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের ফোন ও আসছে এখন তার কাছে। সাধ্যমত পাশেও দাঁড়াচ্ছেন অভিনেতা।

গোটা বিশ্বের এখন একটা দুঃসময় যাচ্ছে‌। মানুষ হিসেবে এখন একে অন্যের পাশে দাঁড়ানো সবথেকে পবিত্রতম কর্তব্য। তাই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব নীরবেই নিজের কাজ করে যাচ্ছেন। তাঁর কথায়, “এটা নিজের ঢাক পেটানোর সময় নয়, যে সকল দুঃস্থ মানুষগুলি বাড়ি ফিরতে পারছেন না, এটা তাদের পাশে দাঁড়ানোর সময়।” আর সেই দুঃস্থ মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্যই তিনি অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। কখনো স্বরাষ্ট্রমন্ত্রকে ছুটছেন অনুমতি চাইতে, কখনো বাসের ব্যবস্থা করছেন।

বিগত কয়েক দিনে ঠিক কী কী করেছেন তিনি জানেন?

সংসদ তথা অভিনেতা দেবের উদ্যোগে দিন দুয়েক আগেই নেপালে আটকে থাকা ৩৬ জন পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরেছেন। এই ৩৬ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে দুইজন অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন। এই ৩৬ জনকে বাড়ি ফেরানোর পর সংসদের কাছে একের পর এক ফোন আসতে থাকে সাহায্যের আবেদন জানিয়ে।

এরপর ১০০০ জনের তালিকা প্রস্তুত হয় যারা ঘাটাল থেকে নেপালে কাজ করতে গেছেন। এই সকল মানুষদের জন্য ইতিমধ্যেই সাতটি বাসের বন্দোবস্ত করে ফেলেছেন দেব। সকলকে একেবারে নিয়ে আসা সম্ভব নয়, তাই দফায় দফায় পরিযায়ীদের নেপাল থেকে নিয়ে আসবেন তিনি। শুক্রবার বিকেলেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে এই বিষয়ে অনুমতিও চেয়ে নিয়েছেন তিনি।

শুধু রাজ্য বা দেশ নয় দেশের বাইরে থেকেও পরিযায়ী শ্রমিকরা সাহায্য চেয়ে ফোন করছেন দেবকে।শুক্রবার রাতেই দুবাই আটকে থাকা ১৮০ জন মানুষ সম্মিলিত ভাবে সাংসদকে ফোন করেন তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য। এ প্রসঙ্গে বলেছেন, “আমি জানিনা আমি কতটা পারব তবে আমি সব রকম ভাবেই পাশে থাকার চেষ্টা করব।”

এছাড়া ঘাটালের ৫০ জন জম্মু সীমান্তে আটকে আছেন। বাড়ি ফেরার জন্য বাসের বন্দোবস্ত তারা করলেও রাজ্যের সীমান্ত পেরোনোর অনুমতি তারা পাননি। গত তিনদিন ধরে তারা সীমান্তেই আটকে পড়ে রয়ে গেছেন। এই মানুষগুলি সাহায্যের আর্জি জানিয়ে দেবকে ফোন করেছিলেন।সাংসদ তাদেরকেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।