Metro ticket: ট্রেনের মতোই মেট্রো টিকিট, আসছে বড় বদল, ৪ মাস আগেই করে নিন বুক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Like train tickets, now book Metro tickets 4 months in advance: ভারতীয় পরিবহন ব্যবস্থার মূল ভিত্তি রেল পরিষেবার উপর নির্ভর করছে। প্রতিদিন কয়েক হাজার লোকাল ট্রেন যাতায়াত করে এক জায়গা থেকে অন্য জায়গায়। প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতিদিনই রেল পরিষেবা ব্যবহার করে দূরের অথবা কাছের কোন জায়গায় পাড়ি দেবার জন্য। ধনী, গরীব, বড়লোক নির্বিশেষে প্রায় সকলেই এই রেল পরিষেবা ব্যবহার করেন। কারণ, রেল পরিষেবা একদিকে যেমন আর্থিক সাশ্রয় ঘটায়, অন্যদিকে তুলনামূলক সুরক্ষিত পরিবহন ব্যবস্থা। যাত্রী সুবিধার্থে রেল কর্তৃপক্ষ প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছে। বাদ নেই মেট্রো রেল পরিষেবাও। সেখানেও রয়েছে একাধিক নতুন পরিকল্পনা। এইবার মেট্রোর টিকিটেও (Metro ticket) নিয়ে এল নতুন পরিকল্পনা।

Advertisements

ভারতের প্রথম মেট্রো পরিষেবা হিসেবে পরিচিত কলকাতা মেট্রো। সম্প্রতি এই মেট্রো পরিষেবা ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু করে ইতিহাস সৃষ্টি করেছে। শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রে নয়, যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে আসতে উদ্যোগী মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধু ট্রেনে যাতায়াত করা নয়, যাত্রীদের সমস্যা দূর করতে এবার মেট্রোর টিকিটে (Metro ticket) নিয়ে আসা হলো নতুন পরিবর্তন। নতুন প্রকল্পের আভাস পেয়ে খুশি নিত্য মেট্রো যাত্রীরা। মেট্রো পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে টিকিট সংগ্রহ করা ১ টি বড় সমস্যা হয়ে দাঁড়ায় যাত্রীদের কাছে। সমাধান করতে উদ্যোগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisements

কেন্দ্র সরকার নিয়ে আসতে চলেছে নতুন ১ টি প্রকল্প। যার নাম ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট। এই প্রকল্পের মাধ্যমে ট্রেন হোক বা মেট্রো যেকোনো টিকিট (Metro ticket) কেটে রাখা যাবে কয়েক মাস আগে থেকেই। যাতায়াতের অভিজ্ঞতা আরও ভালো হবে যাত্রীদের কাছে। শুধুমাত্র টিকিট কেটে রাখাই নয়, এর সাথে যুক্ত হবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের পরিষেবাগুলিও। সাথে থাকবে রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো রেল কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থাগুলির মিলিত উদ্যোগেই তৈরি হতে চলেছে নতুন প্রকল্প ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট। তবে এই পরিষেবা এই মুহূর্তে কলকাতা মেট্রোতে পাওয়া যাবে না। আপাতত এই পরিষেবা চালু হতে চলেছে ভারতের রাজধানী দিল্লিতে। আপাতত দিল্লি মেট্রো পরিষেবার সাথে যুক্ত হবে নতুন এই প্রকল্প। খুব শিগগিরই চালু করা হবে কলকাতা মেট্রোতেও।

Advertisements

আরও পড়ুন ? Food Lane in Siliguri: রাজ্যে প্রথম এই শহরে তৈরি হতে চলেছে ফুড লেন, খুলে যাবে আগস্ট মাসে

মেট্রোরেলের নতুন টিকিট পরিষেবা সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হয়েছে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে। তথ্যগুলি জানিয়েছেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। তাদের মতে এতদিন পর্যন্ত সাধারণ ট্রেনের টিকিট কাটতে যে পদ্ধতি ব্যবহার করা হতো, ঠিক সেই একই পদ্ধতিতে এবার থেকে আইআরসিটিসির অনলাইন অ্যাপ বা অফিশিয়াল গুগল সাইট থেকে মেট্রো রেলের টিকিট (Metro ticket) কাটা যাবে। তাই এখন আর তাড়াহুড়ো করে মেট্রোরেল টিকিট সংগ্রহ করার কোন প্রয়োজন নেই। আগে থেকে টিকিট কেটে নিয়ে পরিষেবা গ্রহণ করতে পারবে যে কোন যাত্রী। এই পদ্ধতিটি পরিচালিত হবে মূলত কিউ আর কোডের মাধ্যমে। টিকিট কাটার সাথে সাথে যাত্রীর মোবাইল ফোনে টিকিটের সাথে থাকবে একটি কিউআর কোড। এই কোডটিই ব্যবহার করা হবে টিকিট সংগ্রহের জন্য।

মেট্রো টিকিট (Metro ticket) বুক করার ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল সময় সীমা। কিউ আর কোড বেসড এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন কয়েক মাস আগেই। আপনি চাইলে আইআরসিটিসির মাধ্যমে দিল্লি মেট্রোর টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রার ১২০ দিন আগে। অর্থাৎ ৪ মাস আগে থেকেই মেট্রোর টিকিট কেটে তৈরি থাকা যাবে। আপনি যদি ৪ মাস আগে কোন টিকিট কেটে থাকেন তাহলে নির্দিষ্ট দিন পেরিয়ে যাওয়ার পরও ৪ দিন সেই টিকিটের মেয়াদ থাকবে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে মেট্রো টিকিটের ক্ষেত্রে বিটা ভার্সন চালু করা হয়েছে। যদি এই ভার্সনটি সফলভাবে কার্যকর হয় তাহলে খুব শীঘ্রই এটার রেগুলার ভার্সন চালু করা হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারতের প্রত্যেকটি মেট্রো পরিষেবার সাথে যুক্ত করা হবে কিউআর কোড টিকিট পরিষেবা।

Advertisements