জনধন অ্যাকাউন্টের সাথে Aadhaar লিঙ্ক করলেই মিলবে ৫০০০ টাকা অগ্রিমের সুবিধা

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে আসার পর দেশের প্রতিটি মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আওতায় আনতে চালু করে প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY)। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। আর এই প্রকল্পের আওতায় বিনামূল্যে দেশের দুঃস্থ দরিদ্র মানুষেরা ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে নিজেদের অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। শুধু অ্যাকাউন্ট খোলা নয়, এর পাশাপাশি এই সকল গ্রাহকদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে।

আর এই সকল সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওভারড্রাফটের সুযোগ। অর্থাৎ আপনার এই জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন টাকা না থাকলেও নূন্যতম ৫০০০ টাকা পর্যন্ত অগ্রিম তোলার সুবিধা। যাতে করে এই টাকা বিপদের সময় গরিব মানুষেরা কাজে লাগাতে পারেন তার জন্য এই সুবিধা আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে এই সুবিধা পাওয়ার জন্য উপভোক্তাকে কতগুলি শর্ত পূরণ করতে হবে।

১) প্রথম শর্ত হিসাবে অ্যাকাউন্টের সাথে গ্রাহকের Aadhaar লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

২) দ্বিতীয় শর্ত হলো গ্রাহকরা এই সুবিধা পাবেন জনধন অ্যাকাউন্ট খোলার ছয় মাস পর। আর এই ছয় মাস গ্রাহককে ওই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে।

৩) ওভারড্রাফট দেওয়া হবে বাড়ির উপার্জনকারী সদস্যকে।

৪) যিনি ওভারড্রাফটের সুবিধা নিতে চান তার জন্য অন্য কোন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট না থাকে।

৫) ওভারড্রাফটের সুবিধা পাবেন ১৮ থেকে ৬০ বছর বয়সী জনধন অ্যাকাউন্ট গ্রাহকরা।

আর এই অগ্রিম টাকা পাওয়ার জন্য গ্রাহকদের কোনরকম সিকিউরিটি রাখতে হবে না। পাশাপাশি এই টাকা শোধ করার জন্য ২% এর বেশি সুদ নেওয়া হবে না বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

তবে এই টাকা অগ্রিম হিসেবে তোলার জন্য গ্রাহকদের তাদের ব্যাঙ্কে একটি আবেদন করতে হবে। যে আবেদনের জন্য নির্দিষ্ট ফর্ম ফিলাপ করার কথা বলা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY) প্রকল্পের তরফ থেকে। সেই ফর্ম ফিলাপ করে ব্যাঙ্কে জমা দেওয়ার পর ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকের অ্যাকাউন্টে ওভারড্রাফটের সুবিধা চালু করে দেবে।