শুরু হচ্ছে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক, পদ্ধতি ও দিনক্ষণ জানালো রাজ্য

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আগামী তিন মাসের মধ্যেই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক সেরে ফেলতে হবে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের এমনই বার্তা দিয়েছেন খাদ্য সচিব পারভেজ সিদ্দিকি। মূলত বাজারে অজস্র নকল রেশন কার্ড রয়েছে। সেই সকল রেশন কার্ড বাতিল করার জন্য এই আধার লিঙ্ক অত্যন্ত জরুরী।

যে কারণে অবিলম্বে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য নবান্ন নির্দেশিকা জারি করেছে। নবান্নে এসে নির্দেশিকা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে তা শুরু হবে। রেশন কার্ডের সাথে আধার লিঙ্কের এই কাজ করার জন্য নির্দিষ্ট একটি সংস্থা কাজ করবে, তবে পুরো বিষয়টি দেখভাল অর্থাৎ নজর রাখবেন জেলাশাসক।

কিভাবে করা হবে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক

রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য এই কাজে নিযুক্ত নির্দিষ্ট সংস্থার কর্মীরা প্রথমে বাড়ি বাড়ি যাবেন। সেখানে গিয়ে তারা নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করে দেবেন।

এখন যদি কারোর আধার লিঙ্ক করা সম্ভব না হয় তাহলে তিনি নিজে থেকে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে নিজেদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন।

এছাড়াও গ্রাহকরা ইচ্ছে করলে অনলাইনে নিজেদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহকদের পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (https://food.wb.gov.in/) লগইন করতে হবে। সেখানে প্রথমে ‘SERVICES AND CITIZEN’S CORNERS’ বিকল্প এবং পরে ‘DIGITAL RATION CARD RELATED SERVICES’ বিকল্প বেছে নিতে হবে। সেখানে ‘Apply For Updation Of Mobile Number And Aadhaar Card For Already Existing Ration Cards’ অপশন বেছে নিয়ে পরবর্তী পদক্ষেপ অনুসরণ করতে হবে।

সুবিধা

প্রথমত, রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকলে রাজ্যের যেকোনো জায়গায় রেশন তোলা যাবে। দ্বিতীয়ত, নকল রেশন কার্ড থাকলে তা সহজে সামনে চলে আসবে। তৃতীয়ত, ‘এক দেশ, এক রেশন’ ব্যবস্থা চালু হলে অন্য রাজ্যের যেকোন জায়গায় রেশন তোলা যাবে।